নিজস্ব প্রতিবেদক:
খুলনার উন্নয়নে যিনি সর্বদা সংগ্রাম করে সকল নাগরিক নেতার স্থান অর্জন করেছেন তিনি হলেন
এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। তার সফলতার কার্যক্রম সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকায় আমরা প্রকাশ করতে পেরে ধন্য। আর এই তথ্য জেনে সবসময় সংরক্ষণ করেন সাপ্তাহিক আজকের জনকথার সাহিত্য সম্পাদক কবি মোঃ রহমত আলী।
গত ৬ই মে প্রিয় দেশ প্রেমিক এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারের অফিস ইসলামপুর রোড দৈনিক জন্মভূমি অফিসের দ্বিতীয় তলায় তার অফিসে গিয়ে সৌজন্য সংখ্যা আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আজকের জনকথার ভারপ্রাপ্ত সম্পাদক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা, আজকের জনকথার সাহিত্য সম্পাদক কবি মোঃ রহমত আলী। আমাদের উপস্থিতিতে তিনি অত্যন্ত খুশি হয়েছে। তার মনোমুগ্ধকর আচার-আচরণ আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি সাংবাদিকদের অনেক সম্মান করেন। আমরা তার ব্যবহারে আজকের জনকথার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার একজন আদর্শ দেশপ্রেমিক। তিনি দীর্ঘদিন খুলনার উন্নয়নের জন্য সংগ্রাম করে সকলের মন জয় করেছেন। তারই একটি প্রতিফলন ইতোমধ্যে অর্জন করেছেন খুলনা প্রেসক্লাবের প্যানেল আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সবসময় মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। দেশবাসী সবাই তার জন্য শুভ কামনা করবেন তিনি যেন ভবিষ্যতেও দেশের দুষ্কৃত কালো অধ্যায় গুলো সরিয়ে আলোর সন্ধান এনে দিতে পারেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন যেমন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী, খুলনা আর্ট একাডেমির সিনিয়র উপদেষ্টা, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক এরকম একাধিক গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করছেন। আমরা এ মহান নেতার সার্বিক মঙ্গল কামনা করছি আজকের জনকথা পরিবারের পক্ষ থেকে।