কলমেঃ মোঃ রুহুল আমিন
গ্ৰামের থেকে কতো মানুষ
হচ্ছে শহর মুখে,
পেটের দায়ে জীবন তাদের
চরম ভাবে দুখে।
কোনো ভাবেই রাত যাপনে
বস্তির ঘরে থাকে,
খরচ মেটায় আয়ের থেকে
টাকা জমা রাখে।
বেশির ভাগেই রিকশা নিয়ে
যাত্রী পৌঁছে দেয়,
পায়ের জোরে প্যাডেল মেরে
ভাঁড়ার টাকা নেয়।
জায়গা মতো পৌঁছে দিয়ে
সামান্য পায় ভাড়া,
ভাঁড়ার টাকা দেবার সময়
অনেকে দেয় তাড়া।
মাথার থেকে টপটপ করে
ঘাম ঝরিয়ে পড়ে,
সকল থেকে রাত দুপুরে
ভাতের জন্য লড়ে।
বুভুক্ষের ওই মানুষগুলোর
বকা কোনো দাও,
মনুষ্যত্বের ওই গুণটা নিয়ে
আপন করে নাও।
ভাতের জন্যে লড়াই করে
খাবে কেনো গালি,
পৌঁছে দিচ্ছে জায়গা মত
মেখে ধূলাবালি।