প্রভাষক জাহিদ হাসান, জগন্নাথপুর থেকে:
২০২২ সালের ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর বড়খালের সেতুটি তিন বছরেও সংস্কার না হওয়ায় ভোগান্তিতে আছেন প্রায় ৩০টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ।
এই সেতু দিয়ে জগন্নাথপুর উপজেলা সদরের পাশাপাশি সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াত করেন জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর, শ্রীধরপাশা, গলাখাল, কামারখাল,, কান্দারগাঁও, কাদিপুর, নোয়াগাঁও, তেলিকোনা গ্রামসহ পার্শ্ববর্তী শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার বেশ কয়েকটি গ্রামের লোকজন।
বন্যার স্রোতে পিলার দেবে যাওয়া ও এপ্রোচ ধসে যাওয়া সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ হলেও নিতান্ত বাধ্য হয়ে জীবনোর ঝুঁকি নিয়ে মানুষ ছোট-ছোট যানবাহন দিয়ে যাতায়াত করছেন। সেতু ধসে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা আছে! কাজেই সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করা অতি জরুরি।
ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী এলজিইডি’র আওতাধীন চলাচলের অনুপযোগী ঝুঁকিপূর্ণ পুরনো সেতুটির স্থলে যথাসম্ভব দ্রুত নতুন সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।