লেখক: সাব্বির হোসেন
নিজেকে কখনো ছোট ভেবো না,
তোমার ভেতরে যে শক্তি লুকানো, তা পাহাড়ও নড়াতে পারে।
তুমি যে স্বপ্ন দেখো, তা একদিন বাস্তব হবেই-
শুধু বিশ্বাস হারিয়ো না নিজের ওপর।
মানুষ ঠকাবে, পথ হারাতে পারো,
তবু থেমে যেও না, কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।
তুমি অনন্য, তুমি একা নও,
তোমার হাসি হয়তো কাউকে নতুন জীবন দেয়।
যে রাত যত অন্ধকার, ভোর তত কাছাকাছি-
তাই কষ্ট পেলে ভেবো, ভালো সময় আসছেই।
তুমি যা করো, মন দিয়ে করো,
জীবন তোমাকে একদিন তার উত্তর দেবে।
নিজেকে ভালোবাসো, কারণ তুমি অনেকের আশার আলো।
সব হারিয়ে গেলেও হারিয়ো না সাহস।
তুমি হয়তো কারো চোখে পুরো দুনিয়ার চেয়েও বড়।