মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জলঢাকা উপজেলা শাখা।
বুধবার (০৭ মে) বিকেল ৫.৩০টায় জলঢাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক(উত্তরাঞ্চল) আবু সাঈদ লিওনের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জলঢাকার প্রান কেন্দ্র জিরো পয়েন্ট মোড়ে
মিছিল পরবর্তী সমাবেশে আবু সাইদ লিওন বলেন, গণঅভ্যুত্থানের আট মাস পরেও এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নামে সরকারি গেজেট প্রকাশ করা হয়নি। যা খুবই দুঃখজনক। প্রশাসনের আড়ালে এখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করার পাঁয়তারা করা হচ্ছে। যা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের সঙ্গে প্রত্যক্ষ গাদ্দারি। তিনি পিলখানা হত্যাকাণ্ড, যুদ্ধাপরাধের নামে নির্দোষ রাজনৈতিক নেতাদের ফাঁসি দিয়ে এদেশ কে অন্য একটি রাষ্ট্রের হাতে তুলে দেয়ার পাঁয়তারা করেছিল আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, একটি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই সন্ত্রাসী সংগঠনের কোনো প্রকার পুনর্বাসনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র-জনতা রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। লিওন আরো বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এজন্য সংস্কারের বিকল্প নেই। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই শুধু অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। এর অন্যথা হলে আবারও বাংলাদেশ ফ্যাসিবাদের অতল গহ্বরে হারিয়ে যাবে। এনসিপির নেতা শরিফুজ্জামান শরিফ এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল করিম রাজু, মোহাইমিনুর রহমান সানা, আব্দুল হালিক সাবু, নাহিদ প্রমূখ।