মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:
জেলা প্রশাসন, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে ৭ মে বুধবার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুশরতধূলিয়া নামক এলাকায় অবস্থিত মেসার্স টি বি এল ব্রিকস নামক ইটভাটাকে চিমনি হতে নির্গত গরম ধোঁয়া দ্বারা ফসলি জমির ধান নষ্ট করার অপরাধে এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি ৬ লঙ্ঘনের দায়ে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত অভিযানে নীলফামারী জেলা পুলিশ ও সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিস এর একদল চৌকস সদস্য সহায়তা প্রদান করেন।