কলমেঃ ওমর ফারুক
জীবন চলার পথে ভালো বন্ধুর দেখা যদি না পাও একলা এগিয়ে যাও গন্তব্যর দিকে।
মহান রবের সাথে সম্পর্ক করে এগিয়ে যেতে হবে সামনের দিকে।
জীবনের আঁকে বাঁকে কত বন্ধু যে আসিবে তোমার তরে?
তখন তুমি দেখিতে পাইবে তোমার বন্ধু তোমার জন্য কেমন যে করে?
এমন বন্ধু বিনে চাইতে হবে মহান রবের কাছে যে কিনা তোমার সৎপথের দিশার তরে।
এমন বন্ধু জীবনে খুজে রে, জে বিনা তোমার সুখের তরে জীবন বিলিয়ে দিবে রে।
তখন এই সুখের তরে জীবনের বন্ধু গঠন হইবেরে।
বন্ধু বিনে আপনজন আর তো কি ও নাইরে?
এমন বন্ধু বাছাই কর যে বন্ধু কিনা দুঃখের সময় তোমার পথের দিশার তরে।
সব পরিশেষে এইটাই বলতে চাই জেরে, সব সময় মহান রবের সাথে সম্পর্কের গড়তে হবে আমাদের তরে।