এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
গোফর ইমপ্যাক্ট কর্মসূচির সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ০৬নং পাড়ঁইল ও ০৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়।
০৮ মে বৃহস্পতিবার পাড়ঁইল পরিষদের প্রাক-বাজেট সভায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: একরামুল হকের সঞ্চালনায় ও প্যানেল চেয়ারম্যান মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আজিজুর রহমান, মারুফা বেগম, ইএসডিও কর্মী মোস্তাফিজুর রহমান, ইকবাল হোসেন সহ আরো অনেকে, সভায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থানার, ওয়ার্ড সভার চাহিদা ও প্রস্তাবনা সমূহ নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহনকারীগন বিভিন্ন ভাবে তাদের মতামত ব্যাক্ত করেন এতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমূহ নিয়ে এবং উন্মুক্ত বাজেট সভা ও পঞ্চবার্ষকী পরিকল্পনার প্রস্ততি নিয়েও আলোচনা ও মতামত বিশ্লেষন করা হয়। ইউনিয়ন পরিষদকে কিভাবে জনবান্ধব স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং জলবায়ু বান্ধব পরিবেশ ও বাজেট করা যায় সে সম্পর্কে বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ গ্রহন করা হয়।