মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ
শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন থেকে মাদকসহ অনলাইন জুয়ার তিনজন মাস্টার এজেন্টকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮মে) রাত দেড়টায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি মদ, গাঁজা, চারটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, আটুলিয়ার কাছারীব্রিজ এলাকার আবু বাক্কার গাজীর ছেলে আবু সাঈদ ওরফে (ডলার সাঈদ), মকসেদের ছেলে রাসেল ও মনিরুজ্জামানের ছেলে পান্না।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত অনলাইন জুয়া ওয়ানএক্সবেটের মাস্টার এজেন্ট হিসেবে ব্যবস্যা পরিচালনা করে আসছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে।