কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তোমাকে দিয়ে ছিলাম অন্তর নিংড়ানো নিখাঁদ ভালোবাসা
তুমি আমায় দিলে অপেক্ষা, উপেক্ষা, অপমান, আর আশা!
তবু গায়ে হলুদের আগে, কুলটা খোঁটা মেনে, বর্ষার নিশিতে চলে এলাম
ব্যর্থ হলে প্রণয়ের মূল্য দিতে, অঝোর বৃষ্টির ভিতর ফিরিয়ে দিলে, বলো, ভালোবেসে কি পেলাম ?
আমার আত্ম সন্মানে আঘাত করলেও 'পার্বতী' হতে পারলাম না
বাড়ী ফিরে বিয়ের পিড়ি তে বসতে পারতাম, খোজ নিলে না !
আমি নারী, একজন কে ভালোবেসে অন্যের শ্বাসপ্রশ্বাস দূরত্বে ঘুমালে, পতিতা বৃত্তি হয়
জ্ঞানীর জগতে, প্রণয় মন্দির পূজারীরা, একে পরকীয়া কয়!
আমি নারী, অবলা অসহায় কিন্তু কাপুরষের আজ্ঞাবহ দাসী নয়
ট্রেনে চেপে নিয়তির হাতে নিজেকে সঁপে দিয়ে দেখলাম কি-হয়?
তুমি বংশমর্যাদা রক্ষা করেছো, কিন্তু পুরুষ হতে পারো নাই
তোমার সমান শিক্ষিত আমি কিন্তু নিচু জাত, ব্যানার্জি চ্যাটার্জি সাইনবোর্ড কোথায় পাই?
তুমি মদ ধরেছো, উশৃংখল হয়েছো, জীবন বাকে খবর নিলাম!
আমার দগ্ধ আহত হৃদয়, পুরুষের এই প্রেম বিলাসিতায়, মনে হয় কাপুরুষ কে ভালোবেসেছিলাম!
এই ঠুনকো বংশ পদবী কি ব্লাড কালচার করে দেয়া হয়, বলো
যখন মরিনি, এ-ই হীন মানসিকতার সমাজ ভেঙে আবার গড়ি, চলো!
শিক্ষা-দীক্ষা মূল্যহীন, যদি হৃদয়ের উদারতা না বাড়ে
মানুষের দুঃখ-কষ্ট জরা ক্লেশ দেখে হৃদয় না কাড়ে!
তোমাদের মত পুরুষ কে বিশ্বাস করে, পথে নামা শত নারী
পতিতা পল্লীর চার দেয়ালে, নিরুপায় বন্দী হয়ে, সংখ্যা করছে ভারি!