রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

পাক ভারত যুদ্ধ বিরতি!

Coder Boss
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর আক্রমণে ২৬ জন পর্যটক হত্যার পর ভারত বেশ ধীরে সুস্থে প্রতিশোধের কথা বলে কাশ্মীরে আক্রমণ চালালো এবং কয়েকটা গ্রাম তছনছ করে দিলো! পাকিস্তান ও বেশ ধীরেসুস্থে প্রতিশোধ বলে আক্রমণ চালালো এবং কয়েকদিন আক্রমণ পাল্টা আক্রমন চললো! বিশ্বের মুরব্বি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে বললেন, দু’পক্ষই সুবোধ বালকের মত থেমে গেলেন!!

প্রিয় পাঠক, এই যুদ্ধের অন্তরালের উদ্দেশ্য কি ছিলো?
তার আগে বলতে চাই গত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্যার ছিলেন হট মস্তিষ্কের লোক কিন্তু বর্তমান প্রেসিডেন্ট দারুন তীক্ষ্ণ বুদ্ধির মানুষ!
রাশিয়ার সাথে বন্ধুত্ব করে যুদ্ধ মিটানোর কথা বলে যুদ্ধ মিটালেন না, মাঝ খানে ইউক্রেন নিয়ে নিলেন! ইউক্রেনের মাটির নিচের খনিজ পাওয়া অর্থ তেমন ই, বাকীটা রাশিয়া কতদূর দখলে নিবে তা এখনও স্পষ্ট নয়!
পাক ভারত যুদ্ধ একটা মহা মার্কিন বুদ্ধির চাল! ভারতকে ব্যস্হ রেখে বাংলাদেশ দখল, ধরুন মানবিক করিডোর নেয়া দেশ সবই মার্কিন অবাধ প্রবেশ ও পরোক্ষ দখল! এদিকে সেন্ট মার্টিন ধোয়া-মোছা চলছে কি জানি কি আছে বিধাতার মনে! অর্থাৎ বাইডেন স্যার যা অনেক হম্বিতম্বি করে করতে ব্যর্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প মস্তিষ্কের খেলায় তা দখল পেয়েছেন! “আরকান” শক্তিশালী হলে জ্বন্ম থেকে জ্বলা মিয়ানমার সামরিক জান্তা শাসন অবসান করে জাতির জনকের কন্যাকে মুক্তি দিয়ে ক্ষমতায় বসালেন এবং আর একটা বাংলাদেশ বা ইউক্রেন বানিয়ে নিলেন!
বাংলাদেশের জনগন নজর অন্য দিকে সরাতে আইভি রহমান গ্রেফতার, প্রেসিডেন্ট আঃ হামিদ দেশান্তর আবার আওয়ামীলীগ ছাড়া নির্বাচন হবে না দরদী সাজা, রিফর্মেশন আওয়ামীলীগ করতে যাদের নাম উঠে আসে তাদের গ্রেফতার, বেশ রহস্য মূলক রসায়ন আছে! বোঝা অনেক কঠিন না! ততটুকু মস্তিষ্ক সঞ্চালন ক্ষমতা এবং আই-কিউ থাকতে হবে। জাতিসংঘের সেক্রেটারি গুতেরেস আগমন, পোনে দুই লাখ রোহিঙ্গা ফেরত গুজব ছড়ানো, অথচ সত্যি বলতে কি, রোহিঙ্গা আরো অনুপ্রবেশ আমাদের অর্বাচীন অপরিনামদর্শী নির্বোধ শাসক কে বিরুদ্ধে আন্দোলনের ফসল ডঃ ইউনূস সরকার আমলে ঘটেছে! সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছি! করিডোর দিয়েছি!

পাঠক, পাক ভারত যুদ্ধ ও একটা নাটকের মত স্টেজ রিহার্সালে হয়ে গেলো! আমাদের দেশের ভারত প্রেমিক রা বললেন,”পাকিস্তান দখল নিবে ভারত সপ্তাহে এবং বেলুচ সিন্ধু স্বধীন হয়ে যাবে!
বাংলাদেশের পাক প্রেমিক এখন বেশী, তারা বললেন, “পাকিস্তান ভারতকে শোয়ায় দেবে এবং বৃহৎ শক্তির ভারত খন্ড খন্ড হয়ে যাবে! আমরা বাংলাদেশ পাকিস্তান এক মায়ের পেটের ভাই, আমরা ও এই সুযোগে সেভেন সিস্টার্স দখল করে নিবো!

আসলে অনেক দেশের প্রিন্টিং মিডিয়া ঘেটে এনার্জি লস করলাম, জানতে পারলাম না কে কয়টা বিমান ভূপাতিত করলো বা ল্যান্ডে কোন দেশ কতটুকু অগ্রগামী ছিলো? রেফারি হুইসাল দিলেন, “বল” মধ্য মাঠে, ২২ প্লেয়ার খেলা ছেড়ে দাড়িয়ে গেলো! যেন একটা পাতানো খেলা!
ভূয়া ইউটিউবের প্রপাগান্ডার অত্যাচারে অতিষ্ঠ এই কয়দিন!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন যদি নিজ দেশ আপনার থাকে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102