স্টাফ রিপোর্টার:
আজ ১১ মে ২০২৫ রবিবার বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করবেন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ সাপোর্টারস ফোরাম এর প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতিমান মানবাধিকার কর্মী রাস্ট্র চিন্তক ক্লিনটন হাওলাদার পাভেল এক বাণীতে বলেন, হিংসায় উন্মত্ত পাশবিক শক্তিকে দমন, মূল্যবোধের অবক্ষয় রোধ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আজকের পৃথিবীতে বুদ্ধের শিক্ষা অনুসরণ করা প্রয়োজন।
ক্লিনটন হাওলাদার পাভেল দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে আমাদেরকে বদ্ধপরিকর হতে হবে।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রণীত আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি- ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সব শ্রেণিপেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।
ক্লিনটন হাওলাদার পাভেল বলেন, মহামতি গৌতম বুদ্ধ লোভ, দ্বেষ, লালসাকে অতিক্রম করে জীবন ও কর্মের মাধ্যমে মানবজাতিকে আলোকিত করেছেন। তিনি ছিলেন সত্য ও সুন্দরের আদর্শে উজ্জীবিত।
তিনি বলেন, বর্তমান সরকারকে সব সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীগণ যুগ যুগ ধরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সমানভাবে অংশগ্রহণ করে আসছেন। তিনি আশা প্রকাশ করে বলেন , গৌতম বুদ্ধের আদর্শ ধারণ ও লালন করে সকলে বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব।
বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ক্লিনটন হাওলাদার পাভেল দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
তিনি পাক- ভারত যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, গাজায় মানবতাবিরোধী জঘন্য অপরাধ সহ বাংলাদেশ ও বিশ্বে হানাহানি বন্ধ করে সাম্য ও সম্প্রীতির সোনার বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভুমিকা পালনের আহবান জানান।