কলমেঃ ওমর ফারুক
বিশ্ব মানবতা আজ কোথায়?
প্রতিনিয়ত যুদ্ধের হুমকি পাইয়ে,
আমাদের ঘুম হারাম হইয়া যাই?
বিশ্ব কি যুদ্ধের মধ্যে হারিয়ে যাবে তাই?
নিজেদের মধ্যে যুদ্ধ করে এখনো,
কেউ তো লাভ করতে পারে নাই?
সমগ্রহ বিশ্বজুড়ে অস্ত্রের জন জননী ছাড়া,
আর তো কোনো শব্দ নাই?
সমগ্র বিশ্বজুড়ে মানুষের মানবতা,
কি হারিয়ে গেল তাই,
তা না হলে কেন বারবার যুদ্ধে যরাই?
এমন কিছু বিশ্বনেতা আছে,
নিজেদের ইগুর জ্বালায়,
প্রতিনিয়ত যুদ্ধের হুমকি দিয়ে যায়?
নিজে আবার যুদ্ধ বাঁধিয়ে,
নিজের ইগুর জ্বালানিটাই।
ধর্মের দোহাই দিয়ে মানব হত্যা,
করা কোন ধর্মে নাই।
নিজেদেরকে নিজেরা আবার,
ধর্মের পণ্ডিত বাবি?
কি করে নিজে পন্ডিত বাবি একবার,
নিজের মনের সাথে প্রশ্ন করে যাই?
তখন হয়তো খুঁজে পাব,
নিজের আসল প্রশ্নের উত্তর।