শপথ করি এক সাথে
কোথায় গেল মানবতা আজ,
কোথায় স্বাধীনতা?
মুখ থুবড়ে পড়েছে সবাই,
হচ্ছে তার বর্বরতা।
কোথাও কোনো শান্তি নেই,
নেই তো কোনো স্বস্তি।
কথা বলার আছে বারন,যেন,
মুখে টেপ লাগিয়ে ধচ্ছি।
সত্য কথা বল্লে আজকে,
হয় যদি মহা অপরাধ।
মিথ্যার পথে লড়বো আজি,
করবো কোন পক্ষপাত।
সত্য ন্যায়ের পক্ষে দাঁড়াও,
সবাই এক সাথে।
অন্যায়কে প্রতিহত করার
শপথ করি এক সাথে।
টাকার কাছে সবাই নত
টাকা নাই কেউ আসে না,
দেয় না ভালোবাসা।
টাকার কাছে এই দুনিয়ার,
সবাই করে আশা।
টাকা আছে বুদ্ধি আছে,
আছে শক্তি সাহস।
টাকা নাই শক্তিও নাই।
টেনশনে হয় বেহস।
টাকায় আনে আদর সোহাগ,
টাকার স্নেহ মমতা।
টাকার জোরে এই সমাজে,
দেখায় অনেক ক্ষমতা।
টাকায় বানায় সমাজ সেবক,
টাকায় মহা নেতা।
টাকার কাছে যায় হেরে,
সাধারণ যত ক্রেতা।
টাকার কাছে মিথ্যার জয়
সত্যের পরাজয়।
টাকার কাছে ধনী গরিব,
আজ সবাই নত হয়।
মেঘ ডাকে কড় কড়
জৈষ্ঠ্য মাস গরম পরে,
ঝরে গায়ের ঘাম।
জৈষ্ঠ্য মাসে মাঠে মাঠে,
কৃষক করে কাম।
জৈষ্ঠ্য মাসে নীল আকাশ,
থাকে না মেঘে ঢাকা।
জৈষ্ঠ্য মাস পুরো আকাশ,
শুধু হয়ে যায় ফাঁকা।
জৈষ্ঠ্য মাসে মধু মাস,
পাকে নানা ফল।
পাকা পাকা ফল খেলে,
বাড়ে গায়ে বল।
হঠাৎ করে তেড়ে আসে,
কাল বৈশাখী ঝর।
সেই সাথে আকাশ জুড়ে,
মেঘ ডাকে কড় কড়।
মায়ের ভালোবাসা
মায়ের কথা শুনলে পরে,
আমার মন য়ে ভরে যায়।
মা ডাকে অতি আপন করে,
তুই যাদু আমার কাছে আয়।
মায়ের আদর সোহাগ পেয়ে,
বুক ভরে যায় মোর।
মন খারাপ দেখলে জিগায় মা,
কি হয়েছে বাাপ তোর?
এই দুনিয়ায় বড়ো কঠিন,
মায়ের ভালোবাসা।
কেউ ছাড়ে না মায়ের এই
ভালোবাসার আশা।