মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন এলাকা হতে মধু খামারীদের মধুর বক্স এর পরিবহন পিকআপ গাড়িতে করে নিয়ে যাওয়া ৬৫০ পিচ সুন্দরবনের অবৈধ কাঁচা গরাণ, দুই টা পিকআপ গাড়িসহ ৫ জন মৌখামারীকে আটক করেছে বনবিভাগ ও সিপিজির সদস্য গণ শুক্রবার (৯মে)সন্ধ্যায়।
আটক কৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের কেরামত তরফদারের ছেলে
মোঃ আল আমিন, (৩৫),একয় গ্রামের মোঃ সামচুর রহমানের ছেলে মেঃ মনি (২৬), মৃতঃ কছিমুদ্দিন পাজীর ছেলে মোঃ মীর আলী (৭৫)।
২ জন ছাত্র হওয়ায় তাদের কে ২জন কে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান বনবিভাগ।
এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের সদস্য ও সিপিজির সদস্য গণ তাদের পিকআপ গাড়িতে বহনকৃত অবৈধ গরাণ কাটসহ তাদের কে আটক করতে সংক্ষম হয়। স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান আরো বলেন আটককৃতদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।