মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

কবিতাঃ কবি রহমত আলী

Coder Boss
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯ Time View

মোঃ জাবেদুল ইসলাম

==============

কবি হিসেবে রহমত ভাই,
অতি উত্তম ভালো।
তাহার লেখায় জাগে সারা,
এই সমাজের আলো।

গরিব কবি রহমত আলী,
মানুষের পাশে থাকে।
বিপদ আপদে একে অপরকে,
কাছাকাছি ডাকে।

লোভ লালসা না-ই তো,
তাহার ভেতর এতটুকু।
আয় রোজগার নিত্যদিনে,
জোটে যতটুকু।

মানুষের জীবন সুখ দুঃখ,
সমাজে তুলে ধরেন।
অন্যায় আর অবিচার হলে,
তাঁর প্রতিবাদ করেন।

ঝড়-ঝঞ্ঝা যতই আসুক,
থামে না তো কবি।
ভয় ভীতি উপেক্ষা করে,
তুলে ধরেন তার ছবি।

এ ভাবে জীবন চলে,
কবি রহমত আলীর।
জীবন সংগ্রামে যায় এগিয়ে,
থামছে না’তো খালি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102