মোছাঃ আছিয়া আক্তার আছমা
ভাইরাল হওয়ার নেশায় শরবত বিক্রি
ধারণা কি লাভ পেয়ে, পিএইচডি ডিগ্রি?
ভাইরালের নেশায় মজে গেছে জনসাধারণ
ছোট বড়, সবার কাছেই প্রিয় মুঠোফোন।
চা থেকে শুরু করে, হাস মুরগী করে রান্না
ভাইরালের ধান্দায় দর্শককে দেখায় মায়া কান্না।
লোভ বেকারত্ব বৃদ্ধির পিছনের আসল কারণ
যতই বলা হোক কেউ শুনে না কারো বারণ।
কর্ম সংস্থান তৈরি হয় না অলসতার জন্য
আলসেমি শিখানোর জন্য টিকটিক তুই ধন্য।
বাস্তবে টিকটক বন্ধ হলে, বন্ধ ওদের ভাত
আলসেমিতে ক্ষয় হয়েছে কর্ম করার হাত।
শুনেন বলি ছোট মুখে মহৎ একটি কথা
কর্ম ছাড়া জীবন ধ্বংস, সর্বনাশা তথা।