কিসের এত অহংকার করো মানুষ,
হিসাবে একটু চিন্তা করো,
দেখি কিনা ফিরে কি না হুশ?
সামান্য মশার কামড়ের ব্যাথা,
সইতে পারো না রে মানুষ?
তোমরা আবার কিসের এত,
অহংকার করো সামান্য মশার কামড়,
তো সইতে পারো নাই মানুষ?
মশার কামড় খেয়ে অধিকাংশ,
মানুষের থাকে না তো হুঁশ,
নিজেকে জাহির কর যে,
তুমি আবার কত বড় মানুষ?
সামান্য মশার কামড় খাইয়ে,
যদি থাকে না হুশ ,
একটিবার চিন্তা করি আমরা কেমন মানুষ?
মাটির দেহ মাটি খাবে আমরা তো,
মাটির তৈরি মানুষ সেদিন আমাদের,
বুঝিয়ে দিবে আমরা কেমন ছিলাম মানুষ?
সামান্য মশার কামড় যদি এত যন্ত্রণার হয়,
মহান রবের দেওয়া বিধান মোতাবেকের,
জীবন পরিচালিত আমাদের যদি না হয়,
অন্ধকার কবরের মাটি আমাদের,
কিন্তু আর ছাড় দিয়ে কথা কবে নয়?