বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

কি নিয়ে লিখি?

Coder Boss
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

কি নিয়ে লিখি? ভারতের যুদ্ধ ব্যর্থতা নাকি বাংলাদেশে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ! ফায়ারফক্স জরিপে ভারত বিশ্বে সামরিক শক্তিতে চতুর্থ অবস্থানে, S 400 কিনেছে রাশিয়া থেকে ১০ বিলিয়ন ডলারে! ঐদিন ভেবেছিলাম, কবে আমার দেশ S 400 কিনতে পারবে! শেখ হাসিনা ফ্রান্সের রাফায়েল এ্যায়ার ক্রার্ফট কিনলেন না, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের সাথে চুক্তি করে চুক্তি ভাঙলেন বাইডেন স্যার উড়ে গিয়ে F 35 ধরায় দেয়ায়! কিন্তু মোদি বাবু কিনলেন কয়েকটা! কার্যক্ষেত্রে দেখা গেলো
চীনের J – 10 c যথেষ্ট রাফায়েল কে উড়িয়ে দিতে!
স্মর্তব্য, ইরান তৈরি করেছে Bavar 373 যা রাডার ফাঁকি দিয়ে ঢুকে যেতে পারে শত্রুর কাছাকাছি টার্গেট পয়েন্টে! ইরান ই এক মাত্র মুসলিম দেশ যে নবীর বানী মেনে জ্ঞান বিজ্ঞানে শীর্ষে পৌঁছে গেছে! বাকীরা চার বিবি নিয়ে বিবি তালাকের ফতোয়া খুঁজে মরছে!
হ্যা, ১৯৭১ সালের ইন্দিরা গান্ধীর ভারত আজকের ভারত থেকে শতগুণ সাহসী ও বুদ্ধি মত্তায় এগিয়ে ছিলো। বর্তমান ভারত সরকারের গোয়েন্দা বিভাগ ও শেখ হাসিনার গোয়েন্দা বিভাগের মত ব্যর্থ, তারা পাকিস্তানের জঙ্গি আক্রমণ আভাস পায় নাই!

প্রিয় পাঠক, আমার আসল বিষয় বাংলাদেশে আওয়ামীলীগ নিষিদ্ধ! এমন ব্যর্থ একটা দল যার নেতৃত্বে একটা দেশ স্বাধীন হয়েছিলো তাদের ঘুরে দাড়াতে একবছর লাগার কথা না! বিএনপি জামাত সবাই এমন সিদ্ধান্ত চাচ্ছিলো কিন্তু দোষটা ডঃ ইউনূসের ঘাড়ে রেখে নির্বাচন করলেই ক্ষমতায় আসবে সে আশা বিএনপি করতেই পারে! আওয়ামী মুক্ত বাংলাদেশ করতে গ্রেনেড হামলা তো বর্তমান সরকারের লোকেরা করেন নাই, আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে মিটিং তো ডঃ ইউনূসের লোকেরা করেন নাই! ইসরায়েলের মোসাদ প্রধানের সাথে তো বর্তমান সরকার দেখা করেন নাই, আসামের উল্ফা নেতা অনুপচেটিয়াকে তো ভাত কাপড় বর্তমান সরকার দেন নাই, রাজশাহী শহরে পুলিশ পাহারায় বাংলা ভাইর অস্ত্র উচিয়ে হাজার সন্ত্রাসী মিছিল তো বর্তমান সরকার করান নাই, সব বিএনপি করেছে অতএব ভাসুরের নাম নিতে লজ্জা কিসের। বিজয় মিছিল বের করে মিষ্টি বিতরন করুন!

মুজিবের মাথায় প্রসাব করলে একজন আওয়ামীলীগার বুক পেতে দিয়ে বুলেট রিসিভ করেছেন? ১৯৭৫ সালে যে আওরঙ্গ লিয়াকত কাদের সিদ্দিকী প্রতিবাদে নেমে ছিলেন তাদের কি মুজিব কন্যা মূল্যায়ন করেছিলেন? সবাই কে দল ছেড়ে পালাতে হয়েছে! লঘু অপরাধে গুরু দন্ড পেলেন তারা! তা হলে এমন আওয়ামীলীগ নিষিদ্ধ হওয়া উচিত নয় কি?
ধীরে ধীরে পরিকল্পিত ভাবে ১৯৭১ এর ৩০ লক্ষ শহীদের রক্তের দাগ মুছে যাবে! ১৯৭১ সালে আমেরিকা কি বাংলাদেশ চেয়েছিলো, জামায়াতে ইসলামী কি পাকিস্তান চেয়েছিলো, বিএনপির রাজনীতি কি? সব মিলে গেছে, আওয়ামীলীগ মাথা তুলতেন পারবে যারা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন! আমার উপজেলায় সব আওয়ামী লীগার বিএন পি হয়ে যাচ্চে উচ্চ মাত্রায় ভর্তি ফি দিয়ে! অপদার্থ অকর্মন্যদের অপরিনামদর্শী নির্বোধ নেতা যে দলের কর্ণধার তার রাজনৈতিক কার্যক্রম বন্ধ হওয়াই স্বাভাবিক!

এদিকে মাহফুজ আনাম সাহেব আবার “জামাতের ক্ষমা চাইতে হবে”, ১৯৭১ গর্ব, মনে রাখতে হবে, এসব বলে আবার কোন নতুন Evict বা Cleave conspiracy করছেন তা বোধ গম্য নয়! করিডোর দিয়ে আমেরিকার অবাধ আসাযাওয়া তো করে দেয়া হয়েছে। সীমান্ত তো ছেড়ে দেয়া হয়েছে তা হলে নতুন কি? সেট মার্টিন তো রাখঢাক নাই —

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102