কলমেঃ ওমর ফারুক
মা হলো অমূল্য ধন,
মায়ের মত কেউ হয় না তো আর আপন?
মা ছাড়া পৃথিবী হচ্ছে আমাদের যন্ত্রণার মতন?
মা ছাড়া পৃথিবীতে ত্রিভুবনে,
আর কেউ হয় না যে আমাদের আপন?
মা হচ্ছে মধ্যমণি দুঃখের সাথী,
দুঃসময়ে শিশু কালের আপন মনে,
কেউ তো ছিল না আমাদের সাথী?
মা ছিল না আমাদের ছোট্ট বেলার,
করুন দুঃসময়েরে বেঁচে থাকার,
একমাত্র অবলম্বনকারী?
আজ আমরা কেমনে মাকে ভুলে গিয়ে,
শুখের সংসার বলে অবলম্বন করি?
মহান আল্লাহ এবং
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ,
এর পরে যার সম্মানের স্থান বলে জানতে পারি,
সে হলো অমূল্য ধন মা জননী
সেই মায়ের সাথে আমরা কি করে অশুভ আচরণ করি?
মা বিনে জান্নাত পাবে না,?
এমন কিছু পুরা কপালের,
সন্তানেরা আছে তারা হয়তো,
এটাও জানে না,
মা বিনে তারা জান্নাত পাবে না?
আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন?
এক সাহাবী যখন প্রশ্ন করেছিল দুনিয়াতে সবচেয়ে কাকে বেশি সম্মান করতে হবে।
আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার নয় তিনবার বলেছিলেন তোমার মাকে তোমার মাকে তোমার মাকে।
সেই মাকে কি করে এখন আমরা ভুলে থাকি,
পুত্র হিসেবে আমরা একটু নিজেকে প্রশ্ন রাখি।
আমাদের কি হবে করুন পরিণতি,
মহান রব আমাদের কাছে যদি প্রশ্ন করে,
তোমার মার সাথে কেমন আচরণ করেছিলে,
তখন আমরা কি উত্তর দিব নিজে,
একটু বার চিন্তা করি।
মহান আল্লাহই তো বলেছিলেন,
তোমার মায়ের সাথে তুমি হু শব্দ তাও যেন করো না।
বর্তমান সময়ে মায়ের অনুগত ছেলে মেয়ে সন্তান,
অল্প আছে বললেও চলে?