শেখ মোঃ আব্দুল কাহার, সিলেট থেকে:
সিলেট শাহী ঈদগাহে আল চৌধুরী চাইনিজ রেস্টুরেন্টে গত ৯ মে ২০২৫ ইং শুক্রবার বা'দ জুম্মা ঐতিহ্যবাহী খাঁন পরিবার ও স্থানীয় ছাত্র-জনতার পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলহাজ্ব বাবুল আহমদ খাঁনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম হোসেন আবাব, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান পায়েল, আজকের জনকথা পত্রিকার বিশেষ প্রতিনিধি, মোঃ আবু মিয়া, হাফিজ হাসান আহমদ সহ আরো অনেকেই।
যুক্তরাজ্য থেকে স্বদেশ আগমন করায় জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের গুণীজন আলহাজ্ব বাবুল আহমদ খাঁন, গোলাম হোসেন আবাব ও মিজানুর রহমান পায়েল কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব বাবুল আহমদ খাঁন সাহেব সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।