মোছাঃ আছিয়া আক্তার আছমা
আগের মানুষ সরল ছিলো, সরল ছিলো সমাজ
হিংসা বিবাদ ভুলে সবাই করতো সবার কাজ।
আগের মানুষ, মূর্খ ছিলো মনে ছিলো না প্যাচ
জুয়া বিহীন লুডু খেলার চলতো ঘরে ম্যাচ।
আগের মানুষ সৎ ছিলো, সত্যের পক্ষ নিতো
একের বিপদ অন্যে দেখলে দৌড়ে বের হতো।
আমার চেয়ে বাপ চাচাদের তফাৎ হলো এই
আমি সারাদিন মোবাইল টিপি, বাবা পড়ত বই।
আমার চেয়ে পৈদদাদাদের তফাৎ চলাচলে
আমি থাকি একা একা, তারা দলে দলে।
আমি যদি বিপদে পড়ি, পাশে থাকার কেউ নাই
আমার দাদার যুগের সবাই, ছিলো ভাই ভাই।
আমার চলায় একাকিত্ব একলা এক ঘরে রই
আমার দাদা চলত মিলে একে একে দুই।
আমি পড়লে আপদবিপদে পক্ষ নেয়ার অভাব
দাদার ছিলো বিপদ দেখলে ঝাপিয়ে পড়ার স্বভাব।
আমার চেয়ে দাদার যুগের তফাৎ হলো এই
আমার দাদা খেতো না একা, আমি একা খাই।
আমার দাদা নানান পদে জোগাতে পারত না ভাত
আমার মুখে রুচির অভাব ভরা থাকে পাত।
আমার যুগে আধুনিকতা,ঐক্যের বড় অভাব
দাদার যুগের মেলবন্ধনের পড়ত যদি প্রভাব?
আমার যুগে দাদার মতো ঐক্য থাকতো যদি?
আধুনিক থেকে আসত আবার চলাফেরা আদি।