নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বিএনপির আনন্দ র্যালী
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকসু’র সাবেক ভিপি খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালী করেছে,চিনিশপুর ইউনিয়ন বিএনপি ও নরসিংদী শহরের এক নং ওয়ার্ডের এলাকাবাসী। সোমবার বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা’র নেতৃত্বে আনন্দ র্যালী বের হয়ে, নরসিংদী শহরের ডিসি রোড, উপজেলা মোড়, পুরাতন জজ কোর্ট, ভেলানগর বাজার হয়ে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে পুনরায় চিনিশপুর গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালীতে জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি হাসিব হায়দার, যুগ্ম সম্পাদক দিদার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিল খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব ভূইয়া, সদর থানা শ্রমিক দলের সদস্য সচিব সেলিম,চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।