কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
শ্বাপদের আস্তানায় দক্ষিণায়নের ওপারে ছুঁড়ে ফেললে আমায়
এখানে শূন্য সানকি, পাতা নাই কোন কার্পাসের শয্যা !
নরওয়ের মত বরফে ঢাকা, পূর্ব দ্রাঘিমার মহান ভারত বক্ষে বেষ্টিত ‘ব’ দ্বীপটার মত জন্মে না শস্য!
মাস দুই দেখা মেলে না অংসুমালীর অসচ্ছ নিজ কায়া, নিস্তব্ধ অমাবস্যা!
আমার যাচিত প্রণয় প্রানের আকুতি, অবহেলা তাচ্ছিল্য ভরে
যতই ঠেলে দাও মাইনাস পঞ্চাশ ডিগ্রির সাইবেরিয়া, আমি ফিরে আসবো!
ডেমোসেল ক্রেন পাখীর মত হিমালয় শৃঙ্গ পাড়ি দিয়ে, হোক যত বৈরী মুরৎ পবন
দশ হাজার মাইল উড়ে, ইরান তুরান পার হয়ে এসে প্রেম সাগরে ভাসবো !
আমাজনের জঙ্গলে আটানব্বই ডিগ্রি উষ্ণ নদী জলে স্নানে পূতপবিত্র আমি
আগ্নেয়গিরির লাভার স্রোতে ভেসে ভারত মহাসাগরীয় নীলতিমির পিঠে চড়ে আমি আসবো!
সূর্যের অক্ষিতারায় প্রথম পুঁতে রাখা ভারত নভোচারীর সেই শঙ্কু হাতে ফিরবো,
আমার আতাকামা মরু হৃদয়ের তৃষ্ণা মিটাতে প্রণয়ে দিগন্ত ঢেকে জর্ডানের ‘ডেড সিতে’ দু’জনে ভাসবো!
তুমি আমার আত্মঘাতী মরনের ছটফট, নিঃশব্দ রোদন,
যন্ত্রণায় নীল হয়ে যাওয়া মুখমণ্ডল দু’পা বিছিয়ে অঙ্কদেশে রেখো,
নিঃসঙ্গতায় জীবন স্পন্দনের তন্ত্রীর অস্থিরতা দিবে মুছে
আদরে আপ্লূত আহ্লাদে ওষ্ঠে চুম্বন আঁকবে লোচন লোচনে রেখে অপলক দেখে !!