বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

সিরিয়ার সাথে দরকষাকষির বৈঠক!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, মার্কিন আগমন অতিদ্রুত, মানবিক করিডোর, সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে! অস্ত্র আসবে বা এসে গেছে A A এর জন্য না-কি অন্য কারো জন্য! মিয়ানমার জান্তার পতন হবে, মিয়ানমারে মার্কিন আধিপত্যের অধীনে আসবে! বিশাল মিয়ানমার প্রায় ৬ লক্ষ ৭৭ হাজার বর্গকিলোমিটার! সেন্ট মার্টিন থেকে সবাইকে নিয়ন্ত্রণ সম্ভব! রাখাইন প্রদেশে প্রচুর খনিজ সম্পদ আছে বলে একসময় রোহিঙ্গা তাড়ানো হয়ে ছিলো যেখানে চীন রাশার স্বার্থে, তখনকার খবরাখবর এমন ছিলো! আবির্ভাব হলো নতুন কারো, চুপটি করে আছে অন্য বৃহৎ শক্তির দেশ গুলো!

সিরিয়ার প্রায় ২৫ হাজার লোক শহীদ করে বাশার আল-আসাদের পতনের পর যিনি প্রেসিডেন্ট হলেন বুক দাপিয়ে তিনি আজ নির্ঘুম! লেনদেনের বৈঠক মার্কিন প্রেসিডেন্টের সাথে! লেনদেন কেমন হবে? ইউক্রেনের মত না-কি বাংলাদেশের মত? বানরের পিঠা ভাগ!
আমার সবচেয়ে আশ্চর্য লাগে আহম্মক রা সমুদ্রে ঝাপ দিয়ে কাঁদে আর কিছু ঘটে বুদ্ধি ওয়ালারা ঝাপ দেয়ার আগে কাঁদে! আরো আশ্চর্যজনক বিষয় হলো আমেরিকার ডেমোক্র্যাটরা যে রিপাবলিকান প্রেসিডেন্ট পদ প্রার্থী কে অনেক কুৎসা রটনা করেছেন তিনি সেই জো বাইডেন স্যার হাউকাউ করা, একে মারবো ওকে ধরবো বাইডেন স্যার থেকে শত ভাগ cool brain person is Donald Trump the great who has been conquering the whole world without the N A T O and help of Europe.!
তিনি কি আলেকজান্ডারের মত সারাবিশ্ব জয় করবেন?
অবশ্য আলেকজান্ডারের মত সৈন্য এবং অস্ত্র দিয়ে নয় মস্তিষ্ক সঞ্চালনার মাধ্যমে! তবে কারো মহা খুশি হওয়ার বড় কারন নাই, তিনি কিছুই ভুলে যান না! কে কখন কিক আউট হবেন তা শুধু জানেন ঈশ্বর!

প্রিয় পাঠক, অনেক না বলা কথা অনেক অব্যক্ত ব্যথা রয়ে গেলো যা বলতে পারলাম না! তবে বাইডেন স্যার বন্ধু হীন হয়েছেন সারা বিশ্বে আর ডোনাল্ড ট্রাম্প সত্যি মার্কিন দরদী, তিনি রাশিয়ার মত আজন্মকাল মার্কিন শত্রুকে বন্ধু করেছেন এবং মার্কিনীদের জন্য মুটো ভরে সফলতা নিয়ে ফিরেছেন বিনা রক্তপাতে! বোকা বনে যাচ্ছে ঐসব দেশের শাসক, সব আশায় গুড়ে বালি! হয়তো বেলুচিস্তান স্বাধীন হবে, সেদেশের বৈদেশিক সরকার তেল-গ্যাস চুক্তি মার্কিনের সাথে করবেন!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102