ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ
মঙ্গলবার ১৪ এপ্রিল বিকাল ৩ঘটিকার সময় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজার দারুস সুন্নাহ মোহাম্মদ আলী আহসান হাফিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবক শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন,মাদ্রাসার সামনে এলজিডি কর্তৃক একটি শেড ঘর নির্মানের জন্য বলা হচ্ছে। কিন্তুু এই জায়গায় আমরা জাতীয় বিজয় দিবস,স্বাধীনতা দিবস ও শহীদ দিবস সহ্ বিভিন্ন দিবস পালন করে থাকি। আমাদের প্রতিষ্ঠানটির সামনে প্রতিদিন খেলাধুলা সহ্ শরীর চর্চার জন্য পিটি করি,এই জায়গায় এলজিডি কর্তৃক শেডঘর নির্মাণ করা হলে জাতীয় বিভিন্ন দিবস পালন খেলাধুলাসহ্ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকরা জানান,মাদ্রাসার সামনের জায়গা টুকু এলজিডি প্রতিষ্ঠানের থাকায় এখানে সরকারিভাবে মাছ ও সবজি বিক্রয়ের জন্য একটি শেডঘর নির্মাণের প্রস্তুতি চলছে,বাজারের আশপাশে এলজিডির অনেক জায়গা পরিত্যক্ত থাকা সত্যেও কিছু ধর্মবিদ্বেষী লোক মাদ্রাসার সামনের জায়গায় শেডঘর নির্মাণের পায়তারা করছে।এখানে শেডঘর নির্মাণ হলে মাদ্রাসার পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই এই জায়গায় যাতেকরে শেডঘর নির্মাণ করা না হয় সেজন্য আমরা মানববন্ধন করছি।
এমসয় বক্তারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত দরখাস্ত করবেন বলেও জানান।