লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আওয়ামীলীগ নিষিদ্ধ হলো সরকারের নির্বাহী আদেশে!
শ্লোগান হচ্ছে, “গোলাম আযমের” বাংলায় আওয়ামীদের ঠাই নাই!” একটা রাজনৈতিক দল জনগনের পার্লামেন্ট ছাড়া নিষিদ্ধ কতটুকু যুক্তিসঙ্গত তা সবসময় ভাবা দরকার! এত বড় দল নিষিদ্ধ হলে গৃহযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না!
১৯৭২ সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিলো? ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক ব্যবসা বানিজ্য যেমন ইসলামি ইনসুরেন্সে, ইসলামি ব্যাংক এসবে মানুষ কে প্রতারিত করার সুযোগ আছে! এমন নিষিদ্ধ করলে আপত্তি নাই! তবে ১৯৭১ সালে জামাতে ইসলাম বা মুসলিম লীগ, নিজামে ইসলাম রা কি অপরাধ করেছিলো? আমি বরাবরের মত বললবো, “না অপরাধ করেন নাই” গোলাম আযম সবুর খান বা মাওলানা রহিমরা! অপরাধ অতটুকু, একটা জাতিকে নির্বংশ করতে নির্মূল পঙ্গু করতে বেছে বেছে মেধাভিত্তিক হত্যা ! এই পরিকল্পনা টা এসেছিলো পাকিস্তান থেকে এবং রাও ফরমান রা তার পরিকল্পনা গোলাম আযমের ছাত্র সংগঠন নেতা মঈনউদ্দীনদের মাধ্যমে কার্যকরী করেছিলেন! নিজ বাসা থেকে তুলে নিয়ে ২ হাজার বুদ্ধি জীবি হত্যা দারুন মানবতা বিরোধী হিটলার সম অপরাধ ছিলো!
জামাতে ইসলাম পাকিস্তানের পক্ষে ছিলো এবং মাওলানা গোলাম আযম তার দল ও দেশ কে জিতিয়ে নেয়ার জন্য সর্বশেষ চেষ্টা করেছেন তাতে আমি অপরাধ দেখি না! WAR and LOVE এ কোন BOUNDRY নাই! ভালবাসার দু’জন আত্মহত্যা করতে পারে, বাড়ী ছেড়ে পালাতে পারে! যুদ্ধে জেতার জন্য সীমাহীন নারকীয় ঘটনা বিশ্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকি তে পরমাণু বোমা নিক্ষেপ দেখেছে! আমেরিকার কেউ বিচার চায় নাই কার যুদ্ধে আর প্রেমে জেতার জন্য সব জায়েজ!
মুজিবের সাধারণ ক্ষমা ছিলো মুক্তি যোদ্ধাদের রোষানল থেকে বিরোধী গোষ্ঠী কে বাঁচানো আবার নির্দিষ্ট অভিযোগের ১১ হাজার কনভিকটেড কে শাস্তি দিয়েছেন এবং ৩০ হাজার বিচার চলতেছিলো! জিয়াউর রহমান ক্ষমতায় এসে ১১ হাজার ও বিচারাধীন ৩০ হাজার ছেড়ে দিছেন এমন কি ঢাকা বিশ্ববিদালয়ে সেভেন মার্ডার ফাঁসির আসামী সফিউল আলম প্রধান কে ছেড়ে দিছেন, গোপালগঞ্জের কোটালি পাড়ার ২১ জন পিটিয়ে হত্যাকারী হেমায়েত কে মুক্ত করে দিছেন — বিএনপির লোকেরা বলে বেড়িয়েছে, “মুজিব তো সাধারন ক্ষমা করে দিয়ে গেছে!” এমন অনেক মিথ্যার অবতারণা তখন ও হয়েছে এখন ও হচ্ছে!
প্রিয় পাঠক, শেখ হাসিনা সম্ভবত দু’বার জামাতে ইসলাম নিষিদ্ধ করেছেন যা ছিলো রাজনৈতিক অপরিপক্কতা ও ভুল সিদ্ধান্ত ! নিষিদ্ধ করার সাথে সাথে তারা শুভাকাঙ্ক্ষী বিএনপির হাত শক্ত করেছে! বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের আসল এজেন্ডা তারা বাস্তবায়ন করে ফেলেছেন যা তাদের ক্ষমতায় যাওয়ার কমিটমেন্ট:!
আওয়ামীলীগ নিষিদ্ধ, নির্দোষ আইভি রহমানকে গ্রেফতার যিনি শেখ হাসিনার প্রিয় ব্যক্তি শামীম ওসমানের সাথে টক্কর দিয়ে চলেছেন! এসব একধরনের নাটক যা পাবলিক দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়া! ৩২ নাম্বার ধানমন্ডির বাড়ী সরকারি ক্রেন বুলডোজার সরবরাহ করে ভাঙতে সাহায্য করে ২ দিন পর সরকারের বিবৃতি, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসিডেন্ট ট্রাম্প অখুশি, সেনা প্রধানের কড়া হুশিয়ার লি এসব একধরনের পচা ইউটিউব প্রপাগাণ্ডা!
মাত্র ৯/১০ মাস আগে যে বাংলাদেশের দিকে সারা বিশ্বের সরকার প্রধান ছুটছেন কোথায় একটু বিনিয়োগ করে বাংলাদেশের সংস্পর্শে আসা যায়! কে যুদ্ধ বিমান দিবে, কে ড্রোন, কে অয়েল রিফাইনারি, কে সাবমেরিন, কে তিস্তা রিজার্ভার করে দিবেন এক বিলিয়ন লোন সহ, খোদ ভারত ও প্রস্তাব দিয়েছিলো, “চীন কেন আমরা তিস্তা রিজার্ভার করে দেবো”, মার্কিন ছুটে এলো সমুদ্র সম্পদ তুলে দেয়ার জন্য, কি সব চুক্তি ও হলো!
যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে লোন দিলো না দুর্নীতির ধুয়া তুলে সে বিশ্ব ব্যাংক বাংলাদেশ কে খুঁজে ফিরছে কত লোন চাই! আইএমএফ পাকিস্তান কে লোন নাকচ করে হাসিনাকে লোন দিলো! চীন ৬/৭ বিলিয়ন, রাশিয়া ৫ বিলিয়ন, এডিবি ৭ বিলিয়ন সম্ভবতঃ, ভারত ১ বিলিয়ন, তুরস্ক ৫০% ডিসকাউন্টে অস্ত্র দেয়ার প্রতিশ্রুতিন অস্ত্রাগার নির্মান এমনি “সোনার হরিন ৮/৯ মাস আগের বাংলাদেশ দেশটা” “আজ সার্বভৌমত্ব সংকটে ভুগছে”!
একটাকা লোন দিতে বা মিল কলকারখানা তৈরি তে বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে আসবে তা মনে হয় না কারন, সবাই বাংলাদেশের অস্তিত্ব সংকটের কথা ভাবছে! বিশ্বে কোন দেশ এমন আহম্মক নয় যারা গাজা ইউক্রেন সিরিয়া ইয়েমেন ইরাক লিবিয়া বাংলাদেশে মিয়ানমার এই মুহূর্তে কোন রকম বিনিয়োগ আগ্রহী হবে! বাংলাদেশের ” শিক্ষিত অশিক্ষিত “রা বুঝবে ” নীল চাষ” শুরু হলে তার আগে তার রঙিন চশমায় দেখে! তার দেখে গুতেরেস এসে ২ লাখ রোহিঙ্গা নিয়ে গেলেন, এই আহম্মকের মস্তিষ্কে এতটুকু আই-কিউ নাই, মিয়ানমারের সরকার কে? আরকান দখলে ৬০% ল্যান্ড, তাদের সরকার কে, তো রোহিঙ্গা কার হাতে সোপর্দ হবে?
আওয়ামী লীগে নিষিদ্ধ হয়েছে সেটা কোন বড় বিষয় না, আওয়ামী লীগ আইয়ুব আমলে নিষিদ্ধ হয়েছিলো, ১৯৭১ সালে নিষিদ্ধ হয়েছিলো কিন্তু আমেরিকার বা কানাডার আদালত আওয়ামী লীগে কে সন্ত্রাসী দল আখ্যা দেয় নাই বরং জামাতে ইসলাম ও বিএনপি সম্ভবতঃ দুবার উল্লেখিত আদালত থেক সন্ত্রাসী তকমা পেয়েছে!
ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকার চেষ্টা করেন!