নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলার শিবপুর উপজেলার ৩নং পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে গত ১২ মে উপজেলার নামধারী বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে গুটি কয়েকজন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেয়ারম্যান এর অপসারণের দাবীতে মানববন্ধন করে,কিন্তু তারা কোন মৌখিক বক্তব্য দেয়নি। ষড়যন্ত্রমুলক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে ১৩ই মে সকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পরিষদ মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করে, উক্ত সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বলেন, আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ৬নং ওয়ার্ড থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হই আমি কখনও কোন রাজনৈতিক দলের সদস্য ছিলাম না, ফ্যাসিবাদের দোসর সাবেক চেয়ারম্যান এলিস পালিয়ে যাবার পর পরিষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। আমি দায়িত্ব পাওয়ার পর সকল মেম্বারদের সাথে পরামর্শ করে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি, কিছু স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার পেছনে ষড়যন্ত্রে মেতে উঠেছে, তিনি আরো বলেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা এলাকার উন্নয়নে কাজে লাগিয়েছি, কেউ দূর্নীতির কোন প্রমান দিতে পারবে না। আমি ইউনিয়নের প্রতিটি এলাকায় ঘুরে জনগণের সমস্যা দেখে কাজ করছি, আমি এলাকাবাসীর জন্য কাজ করতে চাই। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড সদস্য মোঃ রোমান পাঠান, ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ রতন মিয়া, এসময় উপস্থিত ছিলেন সকল মেম্বার ও মহিলা মেম্বার। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উক্ত ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন বলেন, এসব অভিযোগ বানোয়াট ভিত্তিহীন, সরকারি বরাদ্দের সকল টাকা বিভিন্ন প্রকল্পে কাজে লাগানো হয়েছে। উন্নয়ন মুলক প্রকল্প পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার আমাদের প্রশংসা করেছেন। উক্ত ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শাহজাদী বেগম বলেন, আগের চেয়ারম্যান একক ভাবে সব বরাদ্দ ভোগ করেছে কিন্তু এখন বিল্লাল চেয়ারম্যান সকল বরাদ্দ সবার সাথে আলোচনা করে আমাদের সকল সদস্যদের মধ্যে ভাগ করে ইউনিয়নের উন্নয়নে কাজ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ মাঠে সংবাদ সম্মেলনে শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিল।