বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে “জুলাই বিপ্লবী”দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাট উপজেলা হিসাবরক্ষণ অফিসে চলছে বিশেষ সেবা প্রদান উনিশে মে তুহিনের জনসভা মাঠ পরিদর্শন করেন জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি তারুণ্য শক্তিতেই তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে কবিতাঃ ঝিলের জলে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও যুবলীগের ৬ নেতাকে কারাগারে প্রেরণ সিলেটের দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও ছাতা বিতরণ খুলনার বটিয়াঘাটা উপজেলায় গরমে জন জীবন অতিষ্ঠ নিয়ামতপুরে জোরপূর্বক লিচু ও আঙ্গুর ফলের গাছ কাটার অভিযোগ তাহিরপুর উপজেলাবাসীর স্বপ্ন কামরুল কে এমপি হিসেবে দেখতে চান

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও যুবলীগের ৬ নেতাকে কারাগারে প্রেরণ

Coder Boss
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬৭ Time View

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু গুরুতর অসুস্থ হওয়ায় জামনি মঞ্জুর করা হয়।
আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সুনামগঞ্জ পৌর শহরে গত বছরের ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তারা।

জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী।
গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ পৌর শহরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা বিএনপির অফিসে হামলা করে ভাংচুর করে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের দুইজন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102