
উম্মে কুলসুম খন্দকার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে, আমার সাধারণ জ্ঞানের আলোকে কবির জীবন বৃত্তান্ত নিয়ে কিছু কথা। প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির জন্য এক অমূল্য রত্ন।সাহিত্য অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। প্রিয় কবি কাজী নজরুল ইসলামের বাস্তব জীবনের চিত্র অত্যন্ত বেদনা বিদুর। যা লেখা শুরু করা যতটা সহজ, শেষ করা ততটা সহজ নয়। তবুও চেষ্টা করছি প্রিয় কবির বাস্তবতার কিছু চিত্র ফুটে তোলার। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তৎকালীন সময়ের ভারতের পশ্চিমবঙ্গে জন্ম গ্রহন করেন। বাস্তব জীবনের সাথে লড়াই করে কবির বেড়ে ওঠা। প্রীয় কবি ছিলেন দারিদ্র পরিবারের, গর্বিত সন্তান। দারিদ্রতার কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে গিয়ে, দুখু মিয়া নামে স্বীকৃতি পেয়েছে। দুখু মিয়া নামটি কবির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করার পরেও, প্রিয় কবি ছিলেন অত্যন্ত দেশ প্রেমিক , এবং ন্যায়ের পথিক।অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভুমিকায় কবির লেখা এখনো সমাজে আলোড়ন সৃষ্টি করে। বিভিন্ন মিছিল সমাবেশে প্রতিবাদের ধ্বনি প্রতিধ্বনি হিসেবে কবির কবিতা বেজে ওঠে।মাঝে মাঝে মনে হয় প্রতিবাদের ভাষাই যেন নজরুল বাণী । নজরুলের কবিতা শুধু কবিতা নয়, অধিকার আদায়ের মাধ্যম। ব্রিটিশরা যখন এ দেশকে শোষণ করেছিল, গোটা ভারতবর্ষের বুদ্ধিজিবীরা যখন ব্রিটিশদের কাছে মাথা নত করেছিল, কবিগুরু রবীন্দ্রনাথ যখন ব্রিটিশদের মনোরঞ্জনে ব্যস্ত, তখন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আপোষহীন কলম সৈনিক হিসেবে, দুর্দান্ত লড়াকু সৈনিকের ভূমিকা রেখেছে।কবির কবিতাই যেন তৎকালীন সময়ে ব্রিটিশ স্বৈরাচার আতঙ্ক হয়ে আঘাত এনেছিলো।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠে রুখে দাঁড়ানোর অপরাধে, নির্যাতনের শিকার হতে হয়েছিল প্রিয় কবিকে। মাসের পর মাস কারারুদ্ধ জীবন কাটিয়েছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম। কবির এই দুঃসাহসিক ভূমিকা দেখে, বিদ্রোহী কবি উপাধিতে ঘোষিত করেন প্রমথ চৌধুরী। কবি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক দেশপ্রেমী তিনি একজন বাঙালি কবি। আমাদের কবি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ধূমকেতু। কবিতা ও গানে ছিল তার বিদ্রোহী দৃষ্টিভঙ্গি তাই তাকে বিদ্রোহী কবি বলা হয়েছে। তার কিছু উক্তি রয়েছে যেমন তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভুলা কি কঠিন, এই অল্প কিছু ভাষা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আরো উক্তি আছে যা মনের মাঝে অনেক কিছু নাড়া দিয়ে ওঠে যেমন যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত্রপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে,বুঝবে সেদিন বুঝবে। এই এমন আরো অনেক উক্তি তিনি আমাদের জন্য রেখে গেছেন যা পরলে আমরা অনেক কিছু শিখবো।তার লিখার মধ্যে ও আমরা আমাদের জীবন কাহিনীর বাস্তব রূপের সাথে মিল পাই।