কলমেঃ মিজানুর রহমান মিজান
আছ কি কেউ কষ্টের খরিদ্দার
জমা আছে সংখ্যায় বেশুমার।।
ঘরে বাইরে কষ্ট প্রচুর জমা
পাহাড় পর্বত সমতলে অসীমা
চাইলেই পাবেন হরেক বাহার।।
অঢ়েল রকমারি স্ত্তপীকৃত রক্ষিত
আকারে প্রকারে ভিন্নতর নিমজ্জিত
খুচরা পাইকারি থাকলে হকার।।
ভাবনা সদা নাহি বাঁধা হব ধনী
নিম্নমানের মাল ক্রেতার আকাল বাড়ে পেরেশানি
স্বপ্ন ভঙ্গ সবার রঙ্গ আমার হাহাকার।।
লোহা পুড়ায় কামার পিটায় বনে উপাদান
তা দিয়ে হায় প্রয়োজন মিটায় রাখে অবদান
ধ্যান-জ্ঞানে রহিম রহমানে করেন উদ্ধার।।