
কলমেঃ ওমর ফারুক
কালের বিবরতে কতই কিছু,
হারিয়ে গেল আজ আমরা,
ওই সবগুলো দেখতে পাই?
আমাদের সামনের দিকে অগ্রসর,
হওয়ার সময় আমাদের আরো,
কত কিছু হারিয়ে যাবে,
পড়ন্ত বয়সের বেলায়।
আজ আমার কেন যেন মনে হয়,
সংঘ কেটে যাচ্ছে অবহেলায়?
কালের বিবরতে আমাদের হারিয়ে যেতে হবে,
একদিন তাই।
আমাদের সময়টার আমরা সবাই যেন,
সুপ্রতে ব্যবহার করে যাই।