
কলমেঃ রওশন রোজী
আমি যখন কুয়াশায় আচ্ছন্ন ছিলাম
ঠিক তখনই তোমার আবির্ভাব ঘটলো।
সব কুয়াশা দূর করে,
নতুন করে পথ চলা শিখালে।
অন্ধকার থেকে সূর্যের আলোয় নিয়ে এলে
অদ্ভুত এক বাঁচার অনুভূতি জেগে উঠলো মনে।
নিজেকে কত রঙে সাজালাম,
মনে হলো হাজারো নক্ষত্র পাড়ি দিয়ে,
আকাশের ওই দূর নীলিমায় হেঁটে যেতে পারবো।
প্রবল ঘূর্ণিঝড়ের মতো ছুটে যেতে পারবো
শুধু তোমার হাতটি ধরে।
মনে হলো অনেক বছর ধরে
আকাশের চাঁদ টা কে ভালো করে দেখিনি।
তার আলোর হাসি টা দেখতে পাইনি
সে অনুভূতি টা হারিয়ে ফেলেছিলাম অন্ধকারে।
প্রবল বর্ষণে যেমন সবকিছু নিয়ে চলে যায়
রেখে যায় কিছু স্মৃতি রেঁখা।
আমি সবকিছু হারিয়ে শূন্য হৃদয়ে বিষাদকে
নিয়ে বাস করছিলাম।
তোমার আগমনে আমার শূন্য খাঁচাটা পূর্ণ
হয়ে গিয়েছে।
বড্ড ভয় হয় তুমি যদি কখনো
হারিয়ে যাও আবার আমায় কুয়াশায় ফেলে
তখন হয়তো আর বাঁচবো না।
পৃথিবীর মায়া আমাকে আর টানবে না
হারিয়ে যাবো নৈস্বর্গিক অন্ধকারে।