
কলমেঃ রুহুল আমীন
বাবা, তোমার মুখে সূর্যোদয়ের আলো,
তবুও হৃদয়ে লুকিয়ে আছে কষ্টের কালো।
তুমি যখন চাঁদনি রাতের স্বপ্ন রচনা,
তখনও মনে পড়ে, তোমার জীবনের ধ্বংসস্তূপ আর বেদনাদিগন্ত।
দিনরাত পরিশ্রম, অবিরাম কাজের হাত,
পেতে চেয়েছ আমাদের জন্য সুখস্মৃতির রাজ।
তুমি মাঠে, পোশাক লণ্ডভণ্ড, চোখের জলে ভরা,
কখনো দেখিনি তোমার হাসি, শুধু শুনেছি তোমার কাহিনি।
বারি-বারি মাথায় তুলে নেওয়া বোঝার ভার,
তবুও তুমি হাসে, আত্মবিশ্বাসের নাম করে বারবার।
বুকের মধ্যে লুকানো সব দুঃখ বয়ে যেও,
বাবা, তুমি যে এক জীবন্ত ইতিহাস, মুখে বল, কিন্তু বুঝিয়ে দিও।
তোমার কষ্টের পাণ্ডুলিপি, কেউ তো পড়ে না,
কিন্তু আমি জানি, তুমি শুধু সুখের আশা করে দৌড়াও।
এখন বড় হয়ে বুঝি, তুমি যে মহান,
বাবার কষ্টের গল্পটা লিখতে চাই হৃদয়ের পাররণ।