কলমেঃ ফাতেমা আক্তার
পৃথিবীর বুকে এখন ভালোবাসা টাই বড় অপরাধ বলে আমি মনে করি, যা একটি মানুষ কে তিলে তিলে শেষ করে দেই।
এই ভালোবাসার জন্য আজ পৃথিবীর বুকে এত ধ্বংসলীলা চলছে, কেউ আর কাউকে বিশ্বাস করে না ভালোবাসে না আবেগ কে ভালোবাসা বলে চালিয়ে দেই।
সাথে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে, যখন আবেগের যায়গায় বিবেক চলে আসে, তখন আর প্রতিশ্রুতি এর কথা মনে থাকে না, তখন মানুষ সম্পর্ক থেকে পালানোর চেষ্টা করে।
ঠিক মতো দ্বায়িত্ব পালন করে না, শুরু হয় সম্পর্কের টানা পূরণ আর অশান্তি মনোমালিন্য নিয়ে হয়ে যায় বিচ্ছেদ।
ভালোবাসা তো থাকেই না প্রতি হিংসার ঝড় ওঠে, আসতে আসতে বিশ্বাস একে অপরের প্রতি কমতে থাকে, শুরু হয় বিচ্ছেদ এর সুর, একটা সময় গিয়ে সব কিছু শেষ হয়ে যায়!
কাউকে ভালোবাসি বলার আগে নিজের মন কে জিজ্ঞেস করুন হাজার বার আবেগের বশবর্তী হয়ে বলতেছেন না সত্যি মন থেকে বলতেছেন ?
ভালোবাসা তো তাকেই বলে যে বিপদের সময় আগলে রাখে, যেকোন পরিস্থিতিতে পাশে থাকে,, দ্বায়িত্ব পালন করে, সম্মান ও শ্রদ্ধা করে, কখনোই স্বার্থপর এর মতো ব্যবহার করে না।