কলমেঃ আনোয়ার হোসেন
জুলাই আসে বজ্র কণ্ঠে,
আকাশ ফাটে বিদ্রোহী মন্থে।
মাঠে নামে শ্রমিক-জনতা,
গর্জে ওঠে—"চাই স্বাধীনতা!"
বৃষ্টির ফোঁটা নয় শুধু জল,
এ যে রক্ত, এ যে আগুনের দল।
মাটির গন্ধে আজও শোনা যায়,
বিপ্লবীর পায়ের ধ্বনি গুঞ্জায়।
জুলাই মানে গর্জন-প্রহর,
ভাঙার আগুন, গড়ার অন্তর।
যে মাসে কাঁপে জুলুমের দেয়াল,
উঠে আসে প্রশ্ন—"বাঁচবো কেমন কাল?"
এই মাসে জন্ম নেয় শপথ,
হৃদয়ে জ্বলে আগামীর আলোকপথ।
জুলাই বলে, “ভয় পেও না ভাই,
নতুন সূর্য খুব কাছে তাই।”