শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আল ফালাহ মসজিদ এর শুভ উদ্বোধন নরসিংদী সাংবাদিক ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত কবিতাঃ কসুর! নিয়ামতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় খেলাফত মজলিস- ড. আব্দুল কাদের লুটপাটের অভিযোগ নাকি প্রতিপক্ষকে ফাঁসানোর ছক – ধর্মপাশায় আলোড়ন ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য সেমিনার মোরেলগঞ্জে ইট সোলিং সড়ক মরণফাঁদে পরিণত, ভোগান্তিতে লাখো মানুষ মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের পুলে চলাচল শিক্ষার্থীসহ তিন ইউনিয়নের লাখো মানুষ দুর্ভোগে ফেসবুক ইনকামের ধোঁকা: বাস্তবতা বুঝে ফিরে আসুন নিজের জীবনে

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফিশিং ভেসেল স্কিপারদের সেমিনার বাংলাদেশের সামুদ্রিক মাছ ধরার বহর আধুনিকায়নের আহ্বান

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ২৯ মে ২০২৫- দেশের সামুদ্রিক মৎস্য খাতকে আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সেলেস্টিয়াল টেক লিমিটেড আয়োজন করে “ফিশিং ভেসেল স্কিপারস’ সেমিনার ২০২৫”, যা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের টাইগারপাসে অবস্থিত নেভি কনভেনশন সেন্টারে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুস ছাত্তার পরিচালক (সামুদ্রিক) মৎস্য অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের , প্রেসিডেন্ট এনাম আহমেদ চৌধুরী। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, বিটিআরসি, বিটিসিএল, বিএসসিএল এবং দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে সারাদেশ থেকে আসা শতাধিক ফিশিং ভেসেলের স্কিপার ও মেরিন ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন। বক্তৃতাকালে সেলেস্টিয়াল টেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহিন কবির জানান, ২০২১ সালে প্রতিষ্ঠানটি তাদের মেরিন ফিশারিজ বিভাগ চালু করে এবং ইতোমধ্যে ১০০টি যান্ত্রিক কাঠের নৌকায় ইকো সাউন্ডার ও ভিএইচএফ কমিউনিকেশন সিস্টেমস্থাপন করেছে, যা জেলেদের জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে এনেছে।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে মাছ ধরতে পারবে এবং দেশীয় মাছ রপ্তানির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
সেমিনারে প্রযুক্তি প্রদর্শনীতে উঠে আসে Starlink স্যাটেলাইট ভিত্তিক ভেসেল মনিটরিং, Garmin-এর SeaStar ফিশারিজ তথ্যসেবা, এবং OceanBytes-এর OceanFishMap। Marport, Sonic Corporation ও Selecmar এর মত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আধুনিক ফিশিং সোনার, নেট সেন্সর ও অটো-ট্রলিং প্রযুক্তি প্রদর্শন করে।
সমাপনী বক্তব্যে ক্যাপ্টেন (অব.) ইকরাম হোসেন, উপদেষ্টা, সেলেস্টিয়াল টেক লিমিটেড, মাঠপর্যায়ের মৎস্যজীবীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরণের প্রশিক্ষণ ও প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক প্রতিষ্ঠান সেলেস্টিয়াল টেক লিমিটেড জানায়, দেশের সামুদ্রিক মৎস্য খাতকে আধুনিক ও টেকসই করতে তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102