ন্যায়ের কবি নজরুল
ছোট বড় সবার প্রিয় কবি
বিদ্রোহী কবি নজরুল।
খোকা খুকু পড়ে ছড়া,
তোমার কাব্য ঝিঙে ফুল।
ব্যাথার দান আর অগ্নিবীণা,
নজরুলেরই লেখা।
এমন কবি ভাই এ জগতে,
কয়জনে পায় দেখা।
বিশের বাঁশি ছায়ানট তুমি
লিখলে বুলবুল।
তোমার লেখায় তুমি শ্রেষ্ঠ
কবি তুমি নজরুল।
সাম্যের কবি নজরুল তুমি,
লিখো সাম্যের গান।
মানুষে মানুষে নাই ভেদাভেদ,
তুমি নজরুল মহিয়ান।
ন্যায়ের পক্ষে লেখেছো কবি,
অন্যায়ের প্রতিবাদ।
লেখায় তুমি অটল ছিলে,
আসে ঘাত প্রতিঘাত।
আমার দেশ বাংলাদেশ
আমার দেশ বাংলাদেশ
ভারি মিষ্টি দেশ।
রপ প্রকৃতির চারণভূমি,
রূপের নাই শেষ।
পূর্ব আকাশে সূর্য উঠে,
রঙিন আলোয় হেসে।
নীল আকাশে মেঘের ভেলা,
বেড়ায় ভেসে ভেসে।
ডানা মেলে পাখিরা উড়ে,
মুক্ত স্বাধীন ভাবে,
কোনো বাঁধা নেই পাখিদের,
স্বপ্ন জাগার আবে।
সারি সারি গাছ গাছালি
সবুজ ঘেরা বন।
শ্যামল রঙের রুপের বাহার,
দেখলে ভরে মন।
গাছে গাছে পাখি ডাকে,
মিষ্টি মধুর সুরে।
পাখির ডাকে যেতে চায় না,
মন অন্য কোথাও দুরে।
নদীর বুকে পাল তুলে,
নৌকা বয়ে যায়।
গাঙ চিলেরা উড়ে সেথায়,
ছোট মাছ ধরে খায়।
এমন সুন্দর এ দেশ আমার,
দেখে দেখে মন ভরে।
ছোট্ট খোকা আঁকে ছবি তার,
সারা দিন মান ধরে।
মায়ের কাছে জান্নাত মেলে
মায়ের কাছে জান্নাত মেলে
মা'কে সেবা দিলে।
স্বপ্ন গুলো হয় পুরুন মোর,
মায়ের পরশ পেলে।
মা যদি ঘরে না থাকে তো,
মন থাকে না ভালো।
মা ফিরে আসলে তবে,
ঘরে জ্বলে আলো।
মায়ের দোয়া পরশ মনি,
সড্যি সত্যি হয়।
মায়ের যত্ন নেও সবাই,
গুণী জনেরা কয়।
মায়ের কাছে হাসি খুশি,
মায়ের কাছে সুখ।
মায়ের কাছে জান্নাত মেলে
যায় দুরে সব দুখ।