মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

সমাজ সংস্কারমুলকঃ প্রতিবাদ ও ধ্বিক্কার জানাই মনুষ্যরূপী কীটদের এহেন আচরণ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৯ Time View

 

লেখকঃ নাসরিন ইসলাম

‘নারীর ডাকে মৈত্রী ‘যে সকল স্লোগান তুলিয়া নিজেদের জাহির করিয়াছেন। সে শব্দ মুখে আনা তো বহুৎ দূরের কথা, লিখতেও লজ্জায় মাথা নীচু করে জ্যান্ত কবরে ঢুকিয়া যাইতে ইচ্ছে করে!

তবে আপনারা কি করিয়া জীবিকা নির্বাহ করেন এবং ভবিষ্যৎ এ করিতে চান! তাহার একটি ফিরিস্তি স্লোগানে তুলিয়া ধরিয়াছেন —— বাহ্ বাহ কি চমৎকার পেশায় নিজেদের সমর্পিত করিলেন এবং করিতে চান তাহা আমাদের বোধগম্য—– বাংলাদেশের সাধারণ জনগন বা আমজনতা আপনাদের নির্বাচিত পেশা এবং তা জনসমক্ষে তুলিয়া ধরার শব্দ-বাক্য ও বাচন ভঙ্গি দেখিয়া হত-বিহবল ও বাকরুদ্ধ হইয়া পড়িয়াছিলো কিছু সময় বা দিন।

“মানসিক শারীরিক কসরত
করিয়া কে খেতে চায় ?
যদি মিনিটে মিনিটে উক্ত পন্থায়
লক্ষ লক্ষ টাকা এসে যায়”

যদি উপরের এই চার চয়নে সাথে আপনাদের চিন্তা-চেতনা মিলিয়া যায়। তবে আপনাদের মত মানুষরূপী পশুর স্বরূপ এর জন্য পম্পেও নগরী উত্তম স্থান! এই দেশ আপনাদের জন্য নয় রে বাছা—-

যদি আপনাদের নিষিদ্ধ পল্লীর কর্ম করিয়া খাইবার মন চায়, ইচ্ছে করে, তাহলে নিষিদ্ধ পল্লীতে নাম লিখিয়া সুরসুর করিয়া ঢুকিয়া পড়ুন। কারো কোন সমস্যা নাই। কিন্তু আমাদের মত অতি ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন নারীদের সাথে গুলিয়ে ফেলিবার মোটেই চেষ্টা করিবেন না!

বাংলাদেশ বেশীরভাগ জনগন মুসলিম । ইসলামিক কালচারে বিশ্বাসী। তবে অন্যান্য ধর্ম-বর্নের লোকজন সম্প্রীতি বজায় রাখিয়া বহকাল হইতেই বসবাস করিয়া আসিতেছেন! প্রতিটি ধর্ম মুলত শিষ্টাচার, আদব-কায়দা, নম্রতা ভদ্রতা ধৈর্য সহনশীলতা শিক্ষা দেয়——- আহা! স্লোগান ওয়ালারা আপনারা কোন ধর্ম প্রতিষ্ঠায় ব্যতিব্যস্ত?

নাক কান খোলা রাখিয়া শুনুন—— শুনে রাখুন…. আপনার যদি পড়াশুনা করিয়া চাকুরী করিয়া খেতে না ইচ্ছে হয়, পতিতার খাতায় নাম লিখিতে ইচ্ছে হয়। নাম লিখুন —- নিষিদ্ধ পল্লীতে অনায়াসে চলিয়া যাইতে পারেন। কিন্তু কোনভাবেই রাস্তায় নেমে সব নারী কে পতিতার সাথে তুলনা বা নামানোর চেষ্টা করিবেন না——,

তাহলে সুস্থ মস্তিষ্কের কোন নারী বসিয়া থাকিবে না—–রাজধানী কে পতিতা কলোনি গড়ে তোলার পাঁয়তারা! নাকি কার্তিক মাসের কোন এক পশুর সাথে চলনে বলনে নিজেদের অহোরাত্র রাস্তায় রাস্তায় দেখার ইচ্ছেপোষণ করিয়া চলিয়াছেন? কোনটি?

বাংলাদেশের আমজনতার ভালো মানসিকতা দেখিয়াছেন… খারাপ টা দেখিবার সৌভাগ্য হয় নি —- দেশ ও জাতি কে সুশৃঙ্খল জীবন ফিরিয়ে দিতে তারা বদ্ধপরিকর।

নারী অধিকার বলিতে গিয়ে নারী কে পতিতার সাথে তুলনা? এভাবে বেশরম বেলাহাজ বেলাল্লপনার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি কোন ভাবেই বরদাস্ত করিবে না বাংলাদেশের আপামর জনগন—-সর্বস্তরের জনগন কে এগিয়ে আসিবার আহ্বান জানাই এরূপ অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়িয়া তুলিতে —-পাশাপাশি বাংলাদেশ সরকার কে সবিনয়ে অনুরোধ এবং দৃষ্টি আকর্ষণ করিয়াছি, আইনী ব্যবস্থা গ্রহন করুন, এমন লজ্জাহীন কর্মকাণ্ড ঠেকাইতে। আপামর জনগন আপনাদের সাথেই আছে—-

মহান রাব্বুল আল-আমিন আমাদের হেফাজত করুন। আমিন——

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102