
কলমেঃ ওমর ফারুক
মনের দূর্নীতি আগে দূর করো,
নিজের সেবার তরে।
সমাজটাকে বদলাতে হবে,
মানুষের সেবার তরে।
মনের দুর্নীতি দূর করতে হলে,
সবার আগে নিজেকে বদলাতে হবে?
তা না হলে কিভাবে,
সমাস ব্যবস্থা বদলে যাবে?
এমন সমাজ ব্যবস্থা কর,
নিয়ে আয় অন্যায় পরখ করতে পারে,
আগামী প্রজন্মে দেশের সেবার তরে।
নিজের মনের দুর্নীতি যদি,
নিজে পরিহার করতে না পারি,
তাহলে কি ভাবে দূর করবো সমাজের দুর্নীতি?