
কলমেঃ ওমর ফারুক
বৃষ্টি আর মেঘের মালা,
সারাদিন কেটে যায়,
মানুষের অবহেলা?
বৃষ্টি আর মেঘের মালাই,
দিনান্তর মানুষের,
কষ্টের সীমানায়?
একটু বৃষ্টির যখন থেমে যায়,
দিনান্তর মানুষের মনে,
একটু শান্তি পাই?
দিনান্তর মানুষগুলো,
তাদের কর্মস্থানে,
আবার যে ছুটে যাই,
বৃষ্টির মেঘ মালাই,
যখন থেমে যাই।
সারাদিন বৃষ্টিতে,
গ্রামের পরিবেশ
কতই মধুর লাগে,
দেখতে পাওয়া যায়?
ঝরের বাতাসে হিমেল হাওয়া,
গায়ে যে লাগে তাই,
এমন পরিবেশ বাংলার,
আনাচে কানাচে,
দেখতে পাওয়া যায়।