রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে প্রচার চালাবে বিকল্পধারা বাংলাদেশ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে ডিমলায় আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি জোটগত নির্বাচনে ঐক্যের ডাক, লোহাগাড়া এনসিপি- জামায়াতের মত- বিনিময় কবিতাঃ অক্ষয় এক যুবতী! নির্বাচনী প্রচারণায় নরসিংদী-২ (পলাশ) বিএনপি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন শীতের কুয়াশায় পিঠার সুবাস মোরেলগঞ্জ মডেল একাডেমির পিঠা উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যের অনন্য মিলনমেলা ধর্মপাশায় ইয়াবা সহ ৩ জন গ্রেপ্তার জগন্নাথপুরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এমপি প্রার্থী তালহা আলম বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের সমথর্নে গণসংযোগ

গাইন’স স্কুলের শিক্ষার্থী অরেলিয়া সারওয়াত ওয়ারদা চিত্রশিল্পী মিলন বিশ্বাস এর ছবি একে উপহার দেন

Coder Boss
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১৬ Time View

স্টাফ রিপোর্টার:

 

গাইন’স স্কুল অনলাইনে ছবি আঁকা,হাতের লেখা, আবৃত্তি এরকম একাধিক বিষয় নিয়ে পরিচালনা করেন শিল্পী মহানন্দ গাইন। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সেখানে একজন শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করছি। এই প্লাটফর্মে মে মাসের প্রথমে ছবি আঁকা শেখার জন্য টাংগাইল,থানাপাড়া থেকে একজন শিক্ষার্থী, কেজি শ্রেণীতে পড়া- অরেলিয়া সারওয়াত ওয়ারদা, মাত্র এক মাসের প্রশিক্ষণ নিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ছবি এঁকে ১জুন ২০২৫ সন্ধ্যায় গাইন’স স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে উপহার স্বরূপ পাঠিয়েছেন, এতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন আমার জীবন স্বার্থক।কারন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে বড় করে তোলে এটাই শিক্ষকের পেশা। কিন্তু যে শিক্ষক আনন্দের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দিতে সক্ষম হয় সেই শিক্ষক শিক্ষার্থীদের কাছেও প্রিয় হয়। আমি একজন চিত্রশিল্পী আমি শিল্পচর্চা করে যতটুকু জ্ঞান অর্জন করেছি সেই স্থান থেকে আমি বলতে চাই একজন শিল্পী বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। তাই আমি সবসময় আমার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করি। গাইন’স স্কুলে মাত্র এক মাসের পরিচয়ে অরেলিয়া মামনির কাছে তার প্রিয় শিক্ষক হতে পেরে জীবন ধন্য মনে করছি। আমি মামনির এই ড্রইং টি দেখে অভিভূত হয়েছি। আমি মামনি কে আশীর্বাদ করি সে একদিন অনেক বড় ব্যক্তি হবে। আমাকে উপহার দিয়েছেন এই জন্য বলিনি বলেছি যে শিশু একমাসের মধ্যে ছোট হয়েও এতোটা সাহস করেছে এই বিষয় নিয়ে ভাবছেন এই বয়সে ভাবতে শিখেছে। সে বড় হবেই আমি শিশুদের নিয়ে কাজ করা দুই যুগের অভিজ্ঞতার স্থান থেকে বলছি যে শিশু শৈশব থেকে সৃষ্টি করতে জানে সে একদিন বড় হয়ে অনেক বড় কিছু সৃষ্টি করবে। তাই সম্মানিত অভিভাবক অরেলিয়ার পিতা-মাতাকে বলবো আপনার সন্তানকে ড্রইং শিক্ষায় সবসময় নিয়োজিত রাখবেন। কারণ ছবি আঁকা শিখলে জ্ঞান সমৃদ্ধ হয়। তাই আবারও মামানিকে আশীর্বাদ এবং গাইন’স স্কুল এর পক্ষ থেকে সার্বিক মঙ্গল কামনা করি। সেই সাথে ধন্যবাদ জানাই গাইন’স স্কুলের পরিচালক মহোদয়কে তিনি আমাকে তার স্কুলে ক্লাস করানোর সুযোগ করে দেওয়ার জন্য।

 

আমি গাইন’স স্কুলের সাফল্য কামনায়

ড্রয়িং প্রশিক্ষক

চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102