শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

শৌলমারী ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে তিন ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮১ Time View

 

মোঃ ইউসুফ খাঁন (রংপুর) ব্যুরো প্রধান:

নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিন ইউপি সদস্য।
সকালে শৌলমারী ডাকলীগঞ্জ বাজারে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন রশিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এজাহারুল হক ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী ফেমাস উদ্দিন।

তারা অভিযোগ করেন, গত ২৬ মে ইউনিয়ন পরিষদে গিয়ে সরকারি বরাদ্দের ভিজিডি ও ভিজিএফ কার্ডের চালের স্লিপ চাইলে চেয়ারম্যান নুরুজ্জামান জামান ও তার অনুসারীরা রশিদুল ইসলামের ওপর হামলা চালান। এসময় অন্য দুই সদস্যকেও হেনস্তা করা হয় বলে দাবি করা হয়।

তারা আরও বলেন, সরকারি প্রকল্পের সুবিধা বিতরণে অনিয়ম, রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বজনপ্রীতির মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ করা হচ্ছে। এমনকি এসব অভিযোগ আড়াল করতে ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো ও ‘নাটকীয় মানববন্ধন’ আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা না নিলে ইউনিয়নে অনিয়ম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।

তবে এ বিষয়ে চেয়ারম্যান নুরুজ্জামান জামানের প্রতিক্রিয়া জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং অভিযুক্ত তিন ইউপি সদস্য বিএনপি সমর্থিত হওয়ায় রাজনৈতিক বৈরিতিও এই বিরোধের পেছনে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102