কবিতা: শিক্ষক
কষ্ট করে শিক্ষা আমায়
যিনি করেন দান,
পিতা মাতার পরেই হলো
তাহার অবদান।
খেলার সময় খেলতে বলেন
পড়ার সময় পড়া,
আদর- শাসন সবকিছুতেই
তিনি ছিলেন সেরা।
মানুষের মতো মানুষ হও
এই ছিল তার বাণী,
অধিক শাসন করার পরে
ফেলতো চোখের পানি।
বুঝতে নাহি দিতো আমায়
তাহার মলিন মুখ,
দু- হাত তুলে রবের কাছে
চাইতো মোদের সুখ।
যাবো আমি তোমার দেশে
বন্ধু তোমার ঠোঁটে ওঠে
মিষ্টি মধুর সুর,
তোমার বাড়ি যাবো বন্ধু
হোকনা যতই দূর।
তোমার সাথে শুনবো
পাখির মিষ্টি মধুর ডাক,
ঘুরতে যাবো জল থৈ থৈ
তিস্তা নদীর বাক।
আনবো তুলে বনফুলে
গাথবো মালা খানি,
শাপলা বিলে নামবো দুজন
হোকনা গভীর পানি।
ছড়া: বন্ধু
যেমন ছিলাম তেমনি আছি
বন্ধু তোমার পাশাপাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি
কেন ভাবছো মিছেমিছি ;
যদি তোমায় ভুলে যেতাম
তাহলে কী SMS করতাম।
ছড়া: ঈদ উল আযহা
নতুন আকাশ নতুন দিন
ঈদের বাকি কয়েক দিন,
ঝড় বৃষ্টি রোদের দিন
আসবে কিন্তু ঈদের দিন।
ছড়া: ঈদের দাওয়াত
দিনে গরম রাতে শীত
চলে আসলো কুরবানির ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল
খেতে তুমি করোনা ভুল!
হিমেল হাওয়া গরম দিন
দাওয়াত দিলাম অগ্রিম।