মোঃ নুর ইসলাম মৃধা, নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গলাচিপা উপজেলার সর্বস্তরের জনসাধারণ সহ দেশ ও প্রবাসী বাংলাদেশি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদ এর সদস্য সচিব মোঃ আবুল হোসেন।
মোঃ আবুল হোসেন বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে ঈদুল আজহা। কোরবানীর এই ত্যাগের মর্মবাণী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণে আমাদের সকলেরই কাজ করা উচিত এবং আমি আমার সংগঠন যুব অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার পক্ষ থেকে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
মোঃ আবুল হোসেন গলাচিপা উপজেলার যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে পরিচিত একজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এই ঈদ বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছে। ঈদ উপলক্ষে তিনি সকলের সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করেন এবং জাতীয় ঐক্য ও অগ্রগতির জন্য দোয়া চান তিনি।