স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল। ম্যাচে আর্জেন্টিনার লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা, অন্যদিকে ব্রাজিলের লক্ষ্য জয়ে ফেরা।
বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) ভোর ৬টায় মনুমেন্টাল স্টেডিয়ামে শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে, সকাল পৌনে ৭টায় করিন্থিয়াস অ্যারেনায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।