কলমেঃ ওমর ফারুক
টাকার গরম আছে যাদের,
হুঁশ নেই আবার তাদের?
তারা আবার মানুষ নিয়ে বাহাস করে,
সমাজের আর্থিক ভাবে দুর্বল কিছু মানুষের?
সামাজিকভাবে আর্থিক দুর্বল,
মানুষরা কি সমাজের বাহিরের বৃত্তের?
টাকা ওয়ালাদের কদর বারে,
সমাজে আর্থিক দুর্বল কিছু মানুষের তরে?
টাকা ওয়ালারা আর্থিকভাবে,
দুর্বল মানুষকে যখন সহযোগিতা করে,
তখন কিছু টাকা ওয়ালা মানুষদের,
মনের ভিতর অহংকারের তরে,
যে কোনো উপায়ে,
আর্থিকভাবে দুর্বল মানুষটাকে পূর্ণ রূপে গ্রাস করে?
ছলে আর বলে কতইনা কৌশল করে,
কিভাবে সমাজ থেকে আর্থিকভাবে,
দুর্বল মানুষটাকে সমাজ বিচ্যুতি করার তরে?
টাকার গরম করো না কেহ,
আজকে আর্থিক দুর্বল মানুষগুলো,
আমি কাল থেকে তোমাদের কাতারেও থাকতে পারে,
যদি মহান উপরওয়ালা যদি করে দেয়?
আর্থিকভাবে দুর্বল হলেও,
তাদেরকে তোমরা মানুষ মনে করো,
তাদের অভিশপ্ত নিয়ে,
তোমাদের জীবন অবহেলায় হেলে দিওনা?