সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কবি মোঃ জাবেদুল ইসলাম নদী–মানুষ–মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এক সাহিত্যিক জীবন ৩বারের মত ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি” নির্বাচিত, ওমানে আনন্দের উল্লাস পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন শহীদ বুদ্ধিজীবী দিবসে নওগাঁর সাপাহারে আলোক প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কবিতাঃ পথ প্রহরের যাযাবর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ঘাসফুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জগৎটা কি সত্যিই মিথ্যার উপর দাঁড়িয়ে? বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বাহার উদ্দিন বাংলাদেশ সীড এসোসিয়েশনের কার্ষকরী সদস্য নিবার্চিত

আমরা কিসের মুসলমান?

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৭২ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

১৯৫৪ সাল থেকে ইহুদি বসতি স্হাপন করে দিয়েছে আমেরিকা ও ইউরোপ ফিলিস্তিনের ভূখন্ডে! দ্রুত জাতিসংঘ কে দিয়ে ইসরায়েল কে রাস্ট্র স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন কে এতিম করে রেখেছে আজ অবধি আমেরিকা! ১৯৬ টা জাতিসংঘ সদস্য দেশের ১৯৩ টা ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়ে ও মার্কিন ভেটো তে আজ ও ফিলিস্তিন রাস্ট্র স্বীকৃতি পায় নাই! তাদের জাতির জনক শ্রদ্ধেয় ইয়াসিন আরাফাত কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ “পলোনিয়াম” বিষ দিয়ে হত্যা করেছে! মার্কিন মেডিকেল টীম তা গোপন করলে-ও প্যারিসে তা উদাম হয়ে যায় এবং লোক সন্মুখে স্পষ্ট হয়!
আমেরিকা তার “অবৈধ সন্তান” “ইসরায়েল” কে দিয়ে কয়দিন পরপরই ইরানে হামলা চালায়। ফিলিস্তিন তো কয়েক লক্ষ লোক হত্যা করে গাঁজাকে বিরান ভুমি করেছে! বিশ্বে একমাত্র “ইরান” কে আমেরিকা মুসলিম দেশ মনে করে, আমি লেখক নিজে ও তাই মনে করি!

এটা কোন বিশ্ব, এটা কোন সভ্যতা কোন মুসলমান দেশ মাথা খাড়া করলে তাকে বিনাশ করে দিতে হবে! এভাবে আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়া শেষ করেছে এবং সে-সব দেশে মানবিক করিডোর নামে মার্কিন সামরিক করিডোর তৈরি করে মার্কিন সামরিক বেজ করে বসে আছে! সব শেষে “বাংলাদেশ” নামক ‘ব’
দ্বীপ টাকে শেষ করলো উন্নত দেশের চৌকাঠে পা দেয়া দেশটা কে হতদরিদ্র দেশের তালিকায় নামিয়ে আনলো এবং সেই মার্কিন সামরিক ঘাটি ব্যবস্হা —

প্রিয় পাঠক, বিশ্বে গত ৫/৭ বছর দারুন মার্কিন বিরোধী
মনোভাবের উদ্ভব হয়ে চাঙা হয়েছিলো ৪৬ টা মুসলিম দেশ! সৌদি আরব, আরব আমিরাত নেতৃত্ব দিচ্ছিলো সেই গ্রুপের! মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেনের ফোন রিসিভ না করে ও তাকে অপমান করা হয়েছে! সৌদি যুবরাজ সালমান “আমেরিকার সাথে ডলার চুক্তি রিনিউ করেন নাই” ! ডলারের পরিবর্তে অন্য মুদ্রা এবং মার্কিন অস্ত্র “বিশ্ব ব্যাঙ্কের” বিকল্প BRICKS তৈরি করেছিলো যার সদস্য হওয়ার প্রস্তাব ছিলো বাংলাদেশের!

পাঠক, সামান্য দু’জন রাস্ট্র নায়ককে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করায় পুরা এশিয়ার ব্যালান্স হারিয়ে গেছে!
“সিরিয়ার বাশার আল আসাদ ও বাংলাদেশের শেখ হাসিনা!” একথা টা বোঝার মত মস্তিষ্ক অনেকে ধারন করেন না! এমন কি হলো যে,সৌদি যুবরাজ এত মার্কিন বিরোধী তিনি এই বাশার হাসিনা পতনের ১০ মাসের ভিতর ১৭০০ বিলিয়ন ডলারের চুক্তি করেছেন আমেরিকার সাথে এবং আগের মত সেনা চেয়েছেন বেতন ভাতা নারী গাড়ী দিয়ে সৌদি প্রতিরক্ষার জন্য !
আরবীয় সব কয়টা দেশ এখন জো হুজুর টু আমেরিকা!

প্রিয় পাঠক, ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে ইসরায়েল হামলা করেছে “ইরাকের মার্কিন বেজ থেকে” তার মানে মার্কিন জ্ঞাতসারে সব হয়েছে! আগামী কাল চীনে হামলা হবে বাংলাদেশ থেকে! ভারত কে তো একঘরে করে ফেলেছে!
ইরান তার সর্বশক্তি দিয়ে শুক্রবারে ইসরায়েলী হামলার প্রতি উত্তর দিতেছে হাই পারসিক মিশাইল দিয়ে! এক সাথে ৩০০ নিখূত হামলা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্হা আয়রন ডোম ঠেকাতে ব্যর্থ হয়েছে! গতকাল রাতে ইসরায়েলের নেতানিয়াহু তার কয়েকজন মন্ত্রী সহ পালিয়ে গেছে! শত-শত ইসরায়েলের প্রাইভেট কার গলে তামা হয়ে পড়ে আছে সেটেলাইট ছবিতে দেখেছি!
এদিকে জাতিসংঘ পাতানো খেলায় হুক্কাহুয়া করে উঠছেন মিঃ গুতেরেস, “যথেষ্ট হয়েছে এখন থামো!”
সম্ভবত জাতীয় নিরাপত্তার সভা ডেকেছে! চীন জানিয়েছে, কোন দেশের সার্বভৌমত্বের উপর হামলা হলে তার পাল্টা আত্মরক্ষার বিরুদ্ধে কথা বলা যাবে না! হাজার-হাজার ইহুদি ইসরায়েল ছেড়ে পালাচ্ছে!
দুঃখজনক হলো ইসরায়েলের শুক্রবারের হামলায় ইরান তার ৫ জন উর্ধতন সেনা অফিসার ও ৬ জন মেধাসম্পন্ন পরমাণু বিজ্ঞানী হারিয়েছে!

বিশ্বের ৫৬ টা মুসলিম দেশের ৫৩ টা চুপচাপ আঙুল চুষছে শুধু “ইয়েমেন লেবানন” সমর্থনে আছে! তারা মিছিল করছে, বলেছে, আমরা ইরানের পাশে আছি! বাকী মুসলমান দেশ চার বিবি নিয়ে ফূর্তি করছে কারন বেহেশতে ৭০জন সামাল দিতে হবে তো —
তাই বলেছিলাম, “আমরা কিসের মুসলমান” যাদের নাই কুরআনের ঈমান, মার্কিন যুক্তরাষ্ট্রে কে ভাবে ভগবান!!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102