প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ১:০২ এ.এম
কবিতাঃ আব্বু
কলমেঃ শেখ মিন্নাতুল মকসুদ অর্চি
আব্বু আমার ভালোবাসার সবচেয়ে বড় খনি
আব্বু আমার দু'নয়নের মধ্য সেই মনি।
আব্বু তুমি আমার জীবনের গৌরব সম্মান,
আব্বু তুমি সকল পিতার শ্রেষ্ঠ নাহীয়ান।
আব্বু তোমার জয়ের মসাল জ্বেলে হবো আগুয়ান,
তোমার পথে পা বাড়িয়ে গাইবো সত্যের গান।
আব্বু তোমার জীবনে আসুক স্বর্গের সকল সুখ,
তৃপ্তির হাসিতে ভরে উঠুক তোমার পবিত্র মুখ।
সূর্যের যত আলো আছে তোমার জীবনে আসুক,
পৃথিবীর যত ফুল আছে তোমার সাফল্যে হাসুক।
আব্বু তুমি আমার জন্য সকল বীরের বীর,
তোমারই কারণে আমার জীবনে দুঃখ করে না ভীড়।
আব্বু তোমার ছায়ায় দিন দিন আমি বড় হচ্ছি,
তোমারই কারনে আমি যেন স্বর্গে হাসছি,খেলছি।
আব্বু আমার জীবনের মহান সেই ব্যক্তি,
যাকে দেখে প্রতিদিনক্ষন পাই আমি তৃপ্তি।
তোমার জীবনে সত্যের আলো থাকুক সদা লেগে,
আমার জীবনে সবাই চেয়ে তুমি হলে আগে।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com