শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৮ Time View

 

প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আচরণ বিধিমালার খসড়া অনুযায়ী, প্রার্থীরা ব্যানার, ফেস্টুন, লিফলেট ও সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে পারলেও পোস্টার ব্যবহার করতে পারবেন না।

বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে অনুষ্ঠিত সপ্তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল মো. সানাউল্লাহ। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন।

সানাউল্লাহ জানান, “নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে ব্যানার, ফেস্টুন, লিফলেট এবং সোশ্যাল মিডিয়ায় ছবি ব্যবহার করা যাবে। পাশাপাশি বিলবোর্ড ব্যবহারকেও যুক্ত করা হয়েছে। টি-শার্ট ব্যবহারের ক্ষেত্রেও কিছুটা শিথিলতা আনা হয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণার সময়সীমা তিন সপ্তাহ নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে যেসব প্রার্থী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত থাকবেন, তাদের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হবে।

কমিশনার জানান, আজকের সভায় সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে আগামী সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

সভায় সিইসি ছাড়াও কমিশনের অন্য চার কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন আচরণবিধি বাস্তবায়িত হলে নির্বাচনী পরিবেশ সুন্দর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102